• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ছয় উইকেট নিয়ে নজির গড়লেন বোল্ট

প্রকাশ:  ২৭ ডিসেম্বর ২০১৮, ১২:৪১ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১২:৪৩
স্পোর্টস ডেস্ক

ক্রিকেট দুনিয়ায় চোখ যখন ভারত-অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টে তখন বিশ্বের অন্য প্রান্তে বল হাতে নজির গড়লেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে মাত্র চার রান খরচ করে ছয় উইকেট তুলে নিয়েছেন বাঁ-হাতি তারকা পেসার, সেটাও ১৫ বলের ব্যবধানে৷

বোল্টের বিধ্বংসী বোলিংয়ে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় ১০৪ রানে৷ ৮৮/৪ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা স্কোরবার্ডে সব মিলিয়ে ১৬ রান যোগ করেছেন৷ প্রথম ইনিংসে ১৫ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান খরচ করে ৬ উইকেট তুলে নিলেন কিউয়ি পেসার৷ এটাই টেস্ট ক্যারিয়ারে বোল্টের সেরা স্পেল৷ চলতি বছরে এই নিয়ে টেস্ট ক্রিকেটে দ্বিতীয়বার ছয় উইকেট পেলেন বোল্ট৷ মার্চে অকল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়েছিলেন৷

সম্পর্কিত খবর

    সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে চার বার ছয় উইকেট পেয়েছেন বাঁ-হাতি তারকা পেসার৷ ২০১৩ সালে অকল্যান্ড ও ওয়েলিংন্টনে যথাক্রমে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছয় উইকেট তুলে নেওয়ার নজির রয়েছে বোল্টের৷

    বোল্টের আগুনে বোলিংয়ের সুবাদে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে নিউজিল্যান্ড৷ ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করে ১৭৮ রান তোলে কিউয়িরা৷ এই রান তাড়া করতে নেমে বোল্টের সুইংয়ের সামনে ধাক্কা খেয়ে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ১০৪ রানে৷ ৭৪ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ২উইকেট হারিয়ে ২৩১ রান জুড়েছে নিউজিল্যান্ড৷ সব মিলিয়ে উইলিয়ামসনদের লিড এখন ৩০৫ রান৷

    দ্বিতীয় ইনিংসে কিউয়ি কাপ্তান উইলিয়ামসন ২ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন৷ ৭৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার রাভাল৷ অপর ওপেনার ল্যাথাম ৭৪ ও টেলর ২৫ রান ব্যাট করছেন৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close