• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মাঠে নেমেছেন আশরাফুল, নেই গেইল

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০১৯, ১২:৫৩ | আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১২:৫৯
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ষষ্ঠ আসরের পর্দা উঠেছে দুপুরে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স ও মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে চিটাগং।

এ ম্যাচ নিয়ে খুব আগ্রহী ছিল ক্রিকেট ভক্তদের। কেননা স্পট ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ থাকায় পাঁচ বছর পর বিপিএলে খেলতে নামবেন একসময়ের দেশসেরা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। আর অন্যদিকে ক্রিকেটের ছোট এই সংস্করণে সবচেয়ে আতঙ্কের নাম ক্রিস গেইলও খেলবেন এ ম্যাচে।

কিন্তু চিটাগংয়ের আশরাফুল মাঠে নামলেও এ ম্যাচে মাঠে নামেননি গেইল। আগেরদিন জানা গিয়েছিল সকাল ৮টার মধ্যে পৌঁছতে পারলেও বেলা সাড়ে ১২টার ম্যাচে মাঠে নেমে যাবেন ক্যারিবিয়ান ব্যাটিং সম্রাট ক্রিস গেইল। কিন্তু পৌঁছতে খানিক দেরি হওয়ায় উদ্বোধনী ম্যাচে তাকে ছাড়াই মাঠে নেমেছে রংপুর রাইডার্স।

রংপুরের একাদশে বিদেশি কোটায় রয়েছেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস, রবি বোপারা, বেনি হাওয়েল এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার রিলে রুশো। অন্যদিকে চিটাগংয়ে বিদেশী খেলোয়াড়রা হলেন মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, সিকান্দার রাজজা এবং রবি ফ্রাইলিঙ্ক।

রংপুর রাইডার্স একাদশ

অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, রিলে রুশো, মেহেদী মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি মুর্তজা (সি), সোহাগ গাজী, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম।

চিটাগং ভাইকিংস একাদশ

মোহাম্মদ শেহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জয়ী, সৈয়দ খালেদ আহমেদ।

/অ-ভি

মোহাম্মদ আশরাফুল,ক্রিস গেইল,বিপিএল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close