• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মারাকানায় দেখা যাবে রোনালদিনহোর পায়ের ছাপ

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০১৯, ১১:১৮
স্পোর্টস ডেস্ক

১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনালসহ অনেক ইতিহাসের সাক্ষী হয়ে আছে ব্রাজিলের ফুটবল তীর্থ নামে পরিচিত মারাকানা। রিও ডি জেনিরোর ঐতিহাসিক এই স্টেডিয়ামে হাসি-কান্নার মহাকাব্য রচনা করেছেন ফুটবলের অনেক রথি-মহারথি।

স্টেডিয়ামের হল অব ফেমে সংরক্ষিত আছে তাদের পায়ের ছাপ। পেলে, জিকোর মতো কিংবদন্তিদের সঙ্গে এবার যুক্ত হল আরেক ব্রাজিলিয়ান ফুটবল তারটার পায়ের চিহ্ন। মঙ্গলবার(৮জানুয়ারি) মারাকানার হল অব ফেমে নিজের পায়ের ছাপ দিলেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় গ্রেট রোনালদিনহো।

সম্পর্কিত খবর

    স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছ থেকে প্রস্তাবটা পেয়েছিলেন সেই ২০১১ সালে। তখন সময় বের করতে পারেননি রোনালদিনহো। গত বছর আনুষ্ঠানিকভাবে অবসর নেয়ার পর অবশেষে মারাকানার ইতিহাসের অংশ হতে পেরে দারুণ আপ্লুত ২০০৫ সালে ব্যালন ডি’অর জেতা সাবেক বার্সেলোনা তারকা।তিনি ব্লেন, এটা আমার ক্যারিয়ারের অন্যতম বড় পুরস্কার।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close