• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইতিহাস সৃষ্টির মাঠেই কোহলিদের হার

প্রকাশ:  ১২ জানুয়ারি ২০১৯, ২০:৫৯
স্পোর্টস ডেস্ক

গত সপ্তাহে এই এসসিজি-তে টেস্ট সিরিজ জিতে ইতিহাস করেছিল ভারত৷ কিন্তু এখানেই শনিবার(১২ জানুয়ারি) ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের কাছে হার মানল টিম কোহলি৷ রোহিত শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতেও শেষরক্ষা হল না৷ অস্ট্রেলিয়ার ২৮৮ রান তাড়া করে ২৫৪ রানে থেমে যায় ভারতের ইনিংস৷ ৩৪ রানে প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া৷

সম্পর্কিত খবর

    রান তাড়া করতে নেমে ভারত ৪ রান তিন উইকেটে হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায় ভারত৷ কিন্তু চতুর্থ উইকেটে রোহিত-ধোনির ১৩৭ রানের পার্টনারশিপে ভারত ম্যাচ ফিরলেও শেষরক্ষা হয়নি৷ হাফ-সেঞ্চুরি করার পর ধোনির প্যাভিলিয়নে ফেরার পর রোহিতকে সঙ্গ দেওয়ার কেউ ছিল না৷ ব্যর্থ দীনেশ কার্তিক৷ ২১ বলে মাত্র ১২ রান করে প্যাভিলিয়নের পথ থরেন কার্তিক৷ দুই উইকেটকিপার ব্যাটসম্যানকে খেলানোর মাসুল দিল ভারত৷ কারণ রোহিতকে সঙ্গ দেওয়ার মতো কেউ থাকলে এদিন জিতে সিরিজে এগিয়ে যেতে পারত ভারত৷

    রোহিত ও ধোনি ছাড়া কোনও ভারতীয় ব্যাটসম্যানই অজি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি৷ ক্যাপ্টেন কোহলির সংগ্রহ মাত্র ৩ রান৷ শিখর ধাওয়ান ও অম্বাতি রায়ডু খাতা খুলতে পারেননি৷ ধোনি ব্যক্তিগত ৫১ রানে আউট হওয়ার পর রোহিতকে সঙ্গ দেওয়ার কেউ ছিল না৷ প্রতি বলে হিট করতে গিয়ে উইকেট দিয়ে আসেন রো-হিট৷ ব্যক্তিগত ১৩৩ রানে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত৷ সেই সঙ্গে ভারতের জয়ের আশাও শেষ হয়ে যায়৷ ১২৯ বলের ইনিংসে ৬ ছক্কা ও ১০টি বাউন্ডারি মারেন ‘হিটম্যান’৷

    প্যাভিলিয়নে ফেরার আগে অবশ্য ওয়ান ডে কেরিয়ারে ২২ তম সেঞ্চুরি করলেন রোহিত শর্মা৷ ওয়ান ডে ক্রিকেটে ২২টি সেঞ্চুরি রয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভের ঝুলিতে৷ সৌরভকে এদিন ছুঁয়ে ফেললেন রোহিত৷ এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে জোড়া সেঞ্চুরি এসেছিল রোহিতের ব্যাট থেকে৷ অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি মুম্বইয়ের ডানহাতির৷

    প্রথম সন্তানের জন্মের জনে দেশে ফেরায় গত সপ্তারে সিডনিতে ভারতের ইতিহাসের সাক্ষী থাকা হয়নি রোহিতের৷ মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পরই দেশে ফিরেছিলেন ‘হিটম্যান’৷ ফলে সিডনিতে সিরিজের শেষ টেস্ট খেলা হয়নি রোহিতের৷ কিন্তু এই এসসিজি-তে ইতিহাস গড়ে টিম কোহলি৷ প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতে ভারত৷ শুধু তাই নয়, এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতে টিম বিরাট৷

    সিডিনিতে সেই অধরনা স্বপ্ন পূরণ করলেন ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই৷ শনিবার প্রথম ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে বিস্ফোরক ফর্মে দেখা গেল টিম ইন্ডিয়ার ডানহাতি ওপেনারকে৷ মাত্র ৪ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে মজুবত ভিতের উপর দাঁড়ান করান রোহিত৷ চতুর্থ উইকেটে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপ গড়ার পর ওয়ান ডে কেরিয়ারে ২২ তম সেঞ্চুরি পূর্ণ করেন রো-হিট৷ বাবা হওয়ার পর প্রথমবার মাঠে নেমেই সেঞ্চুরি করলেন রো-হিট৷ চার ছক্কা ও সাতটি বাউন্ডারির সাহায্যে ১১০ বলে সেঞ্চুরিতে পৌঁছন রোহিত৷

    অজি বোলারদের বিরুদ্ধে রোহিত-ধোনির সেঞ্চুরি পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফেরায়৷ ধোনির হাফ-সেঞ্চুরি করে প্যাভিলিয়নে ফিরলেও দুরন্ত সেঞ্চুরি করে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন রোহিত৷ অজি বোলারদের বিরুদ্ধে হিটম্যানের বিশাল ছক্কা গুলো পড়ে এসসিজি-র গ্যালারিতে৷ ম্যাচের সেরা অবস্য অজি পেসার রিচার্ডসন৷ ১০ ওভারে মাত্র ২৬ রান নিয়ে চারটি উইকেট তুলে নেন তিনি৷

    প্যাভিলিয়নে ফেরার আগে মাইলস্টোনে পৌঁছেছেন ধোনি৷ ভারতের পঞ্চম ও বিশ্বের ত্রয়োদশ ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোনে পৌঁছন তিনি৷ সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় , রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির পর এই নজির গড়েন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক৷ শনিবার মাইলস্টোনে পৌঁছতে ধোনির দরকার ছিল মাত্র এক রান৷ অস্ট্রেলিয়ার ২৮৮ রান তাড়া করতে নেমে ভারত দ্রুত ৩ উইকেট হারানোয় এদিন ভারতীয় ইনিংসের চতুর্থ ওভারে ব্যাট হাতে মাঠে নামেন ধোনি৷ ষষ্ঠ ওভারে রিচার্ডসনের শেষ ডেলিভারি সামনের পায়ে ঠেলে দিয়ে মাইলস্টোনে পৌঁছন মাহি৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close