• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

রিচার্ডসের রেকর্ড ভাঙলেন রোহিত

প্রকাশ:  ১২ জানুয়ারি ২০১৯, ২১:১৮ | আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২১:২১
স্পোর্টস ডেস্ক

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ভারত হারলেও এসসিজি-তে নজর কাড়ল রোহিতের ব্যাট ৷ ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন টিম ইন্ডিয়ার ডানহাতি ওপেনার৷ সেঞ্চুরিতে ছুঁলেন সৌরভ গাঙগুলিকে আর ভাঙলেন ভিভ রিচার্ডসের রেকর্ড৷

অস্ট্রেলিয়ার মাটিতে চতুর্থ ওয়ান ডে সেঞ্চুরি করে নজির গড়লেন রোহিত শর্মা৷ ভাঙলেন রিচার্ডসের রেকর্ড৷ এতদিন অস্ট্রেলিয়ার মাটিতে বিদেশি ক্রিকেটার হিসেবে সর্বাধিক তিনটি ওয়ান ডে সেঞ্চুরি ক্যারিবিয়ান কিংবদন্তির দখলে৷ কিন্তু শনিবার এসসিজি-তে রান তাড়া করতে নেমে দুরন্ত সেঞ্চুরি করেন কোহলির ডেপুটি৷ ভারত ৩৪ রানে ম্যাচ হারলেও এসসিজি-র দর্শকদের আনন্দ দিল হিটম্যানের হাফ-ডজন ছক্কা৷ ১২৯ বলে ১৩৩ রানের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ৬টি ছয় মারেন রো-হিট৷

সম্পর্কিত খবর

    রিচার্ডসের রেকর্ড ভাঙার পাশাপাশি ওয়ান ডে কেরিয়ারে ২২তম সেঞ্চুরি করে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙগুলিকেকে ছুঁলেন রোহিত৷ প্রথম সন্তানের জন্মের পর দেশে ফেরায় গত সপ্তাহে সিডনিতে বিরাট ইতিহাসের সাক্ষী থাকা হয়নি রোহিতের৷ মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পরই দেশে ফিরেছিলেন ‘হিটম্যান’৷ ফলে সিডনিতে সিরিজের শেষ টেস্ট খেলেননি রোহিত৷ এসসিজি-তে চার টেস্টের সিরিজ ২-১ জিতে ইতিহাস গড়ে টিম কোহলি৷ প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতে ভারত৷ শুধু তাই নয়, এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতে টিম বিরাট৷

    সিডিনিতে সেই অধরা স্বপ্ন পূরণ করলেন ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই৷ শনিবার প্রথম ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে বিস্ফোরক ফর্মে দেখা গেল টিম ইন্ডিয়ার ডানহাতি ওপেনারকে৷ অস্ট্রেলিয়ার ২৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ৪ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে মজুবত ভিতের উপর দাঁড়ান করান রোহিত৷ চতুর্থ উইকেটে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপ গড়ার পর ওয়ান ডে কেরিয়ারে ২২ তম সেঞ্চুরি পূর্ণ করেন রো-হিট৷ চার ছক্কা ও সাতটি বাউন্ডারির সাহায্যে ১১০ বলে সেঞ্চুরিতে পৌঁছন রোহিত৷

    প্রায় আড়াই মাস পর ভারতীয় দলে ফিরে শনিবার সিডনিতে মাইলস্টোন ছুঁলেন ধোনি৷ ভারতের পঞ্চম ও বিশ্বের ত্রয়োদশ ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোনে পৌঁছলেন ধোনি৷ শচিন টেন্ডুলকারকে, সৌরভ গাঙগুলিকে , রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির পর এই নজির গড়েন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক৷ শনিবার মাইলস্টোনে পৌঁছতে ধোনির দরকার ছিল মাত্র এক রান৷ ভারত দ্রুত ৩ উইকেট হারানোয় ভারতীয় ইনিংসের চতুর্থ ওভারে ব্যাট হাতে মাঠে নামেন ধোনি৷ ষষ্ঠ ওভারে রিচার্ডসনের শেষ ডেলিভারি সামনের পায়ে ঠেলে দিয়ে মাইলস্টোনে পৌঁছন মাহি৷ চতুর্থ উইকেটে রোহিতের সঙ্গে ১৩৭ রানের পার্টনারশিপ গড়ে ব্যক্তিগত ৫১ রানে আউট হন প্রাক্তন ভারত অধিনায়ক৷ ধোনি পাঁচ নম্বরে ব্যাট করতে নামলেও চার নম্বরে নেমে শূন্য রানে ড্রেসিংরুমে ফেরেন অম্বাতি রায়ডু৷

    তবে ধোনিকে চার নম্বরে ব্যাট হাতে দেখতে চান রোহিত৷ ম্যাচের পর কোহলির ডেপুটি সাংবাদিকদের বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি ধোনির চার নম্বরে ব্যাট করা উচিত৷ রায়ডু চার নম্বরে সম্প্রতি ভালো ব্যাট করেছে৷ তবে আমি বলল, ধোনির চার নম্বরে নামা উচিত৷ যদিও এটা কোচ ও ক্যাপ্টেনের ব্যাপার৷’ ধোনির এদিনের ৯৬ বলে ৫১ রানের ইনিংস সম্পর্কের রোহিত বলেন, ‘ধোনির স্ট্রাইক-রেট ৯০-এর উপরে৷ এদিনের অবস্থা অন্যরকম ছিল৷ দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট করতে আসে৷ অজি বোলার দারুণ বল করছিল৷ এ অবস্থায় আমাদের সেঞ্চুরি পার্টনারশিপ সহজ ছিল না৷’

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close