• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মায়েদের জয় উৎসর্গ মিরাজদের

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০১৯, ১৭:৩৫ | আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৭:৪৮
স্পোর্টস ডেস্ক

সিলেটে দ্বিতীয় দিনে মাঠে নেমেছে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।ডায়নামাইটসদের ২০ রানে হারালো কিংসরা। ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস ম্যাচটি বিশেষ কারণে সবার নজর কেড়েছে।নিজ নিজ মায়ের নাম লেখা জার্সি পরে মাঠে খেলতে নামে রাজশাহীর ক্রিকেটাররা। জার্সিতে মায়ের নাম লেখা থাকায় উচ্ছ্বসিত ছিলেন মিরাজরা। স্বাভাবিকভাবেই ম্যাচটা জিততে এবং জয়টা মায়েদের উৎসর্গ করতে চেয়েছিলেন তারা। অবশেষে তাদের লক্ষ্যও পূরণ হলো।

এর আগে চার ম্যাচ খেলে সবকটিতেই জয় পায় ঢাকা। এবারের বিপিএলে এবার প্রথম পরাজয়ের স্বাদ পেল সাকিবের দল। আর সবশেষ ম্যাচে হেরেছিল রাজশাহী।মায়েদের অনুপ্রেরণায় দুর্দান্ত জয়ে জয়ের ধারায় ফিরল দলটি।সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাকা। শুরুতেই মিরাজের বলে আউট হন সুনিল নারাইন। এর কাটা ণা শুকোতেই উদানার বলে সরাসরি বোল্ড হয়ে বিদায় নেন হজরতউল্লাহ জাজাই। খানিক পর আরাফাত সানির শিকার হয়ে প্যাভিলিয়নে হাঁটা ধরেন আন্দ্রে রাসেল। এতে বিপদে পড়ে ডায়নামাইটসরা।

সম্পর্কিত খবর

    এর পর আরাফাত সানির দ্বিতীয় শিকার হয়ে সাকিব আল হাসান আউট হয়ে ফিরে আসেলে অবস্থা আরো করুন হয় ঢাকার দলের। এই পরিস্থিতিতে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ ইনফর্ম ব্যাটসম্যান রনি তালুকদার। সানির স্পিন ঘূর্ণিতে বোল্ড আউট হয়ে ফিরে যান তিনি।

    পরে নাইম শেখকে নিয়ে খেলায় ফেরার চেষ্টা করেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান কাইরন পোলার্ড।নাইমকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মিরাজ। রাব্বির বলে দুর্দান্ত ক্যাচে তাকে ফিরিয়ে দেন সৌম্য সরকার।

    এতে জয়ের রাস্তা পরিস্কার হয়ে যায় রাজশাহীর। কয়েক মিনিটের ব্যবধানে ধারাবাহিক বিরতিতে মোস্তাফিজের রানআউটে কাটা পড়েন রুবেল হোসেন। শেষদিকে ঝড় তুলে মোস্তাফিজের বলে আউট হন নুরুল হাসান। তাতে জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় কিংসদের। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১১৬ রান তুলতে পারে ঢাকা। ফলে বিজয়োল্লাসে মেতে উঠে মিরাজ বাহিনী।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close