• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চেনা ছন্দে সেরেনা, স্বমহিমায় জোকার

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০১৯, ১৫:১৯
স্পোর্টস ডেস্ক

ঝড়ের গতিতে চলতি অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিলেন সেরেনা উইলিয়ামস৷ বোন ভেনাস উইলিয়ামসও তৃতীয় রাউন্ডে উঠেছেন৷ তবে তাঁকে খোয়াতে হয়েছে একটি সেট৷ নির্বিঘ্নে দ্বিতীয় রাউন্ডের বাধা টপকেছেন ছেলে ও মেয়েদের শীর্ষ বাছাই নোভাক জকোভিচ ও সিমোনা হালেপ৷ সব মিলিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ দিনে ছেলেদের সপ্তম বাছাই ডমিনিক থিয়েমের ছিটকে যাওয়া ছাড়া বড় কোনও অঘটন ঘটেনি৷

সম্পর্কিত খবর

    ওমেনস সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে সেরেনা অনায়াসে জয় তুলে নিয়েছেন কানাডিয়ান টেনিস সুন্দরী ইউজেনি বুশার্ডের বিরুদ্ধে৷ মাত্র ১ ঘণ্টা ১০ মিনিটেই সেরেনা ম্যাচ জিতে নেন ৬-২, ৬-২ স্ট্রেট সেটে৷ ভেনাস ২ ঘণ্টা ১৮ মিনিট লড়াই চালিয়ে ৬-৩, ৪-৬, ৬-০ গেমে জয় তুলে নিয়েছেন ফ্রান্সের অ্যালাইজ কর্নেটের বিরুদ্ধে৷

    তৃতীয় রাউন্ডে সেরেনা খেলবেন ইউক্রেনের ডায়ানা যাস্ত্রেমস্কার বিরুদ্ধে৷ ভেনাসের সামনে অবশ্য কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে৷ কেননা তিনি মুখোমখি হবেন শীর্ষ বাছাই সিমোনা হালেপের৷ রোনানিয়ান তারকা এদিন দ্বিতীয় রাউন্ডে মার্কিন সোফিয়া কেনিনকে ৬-৩, ৬-৭ (৫/৭), ৬-৪ সেটে পরাস্ত করেন৷

    ছেলেদের শীর্ষ বাছাই নোভাক দ্বিতীয় রাউন্ডে ওয়াইল্ড কার্ড এন্ট্রি জো উইলফ্রেড সোঙ্গাকে ২ ঘণ্টা ৪ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৭-৫, ৬-৪ সেটে হারিয়ে দেন৷ তৃতীয় রাউন্ডে জোকারের বিরুদ্ধে কোর্টে নামবেন কানাডিয়ান তরুণ ডেনিস শাপোভালোভ৷

    ডমিনিক থিয়েম ৫-৭, ৪-৬, ০-২ সেটে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচ ছেড়ে দেন অ্যালেক্সেই পপিরিনকে৷ এছাড়া অশ্টম বাইাছ কেই নিশিকোরি হারতে হারতে কোনও রকমে জয় ছিনিয়ে নেন ইভো কার্লোভিচের বিরুদ্ধে৷ ৩ ঘণ্টা ৪৮ মিনিটের ম্যারাথন লড়াই শেষ নিশিকোরি ম্যাচ জেতেন ৬-৩, ৭-৬ (৮/৬), ৫-৭, ৫-৭, ৭-৬ (১০/৭) সেটে৷

    নিশিকোরির মতোই পাঁচ সেটের লড়াই জিতে তৃতীয় রাউন্ডে উঠেছেন চতুর্থ বাছাই আলেকজান্ডার জেরেভ৷ ৩ ঘণ্টা ৪৬ মিনিট লড়াই চালিয়ে জার্মান তারকা ৭-৬ (৭/৫), ৬-৪, ৫-৭, ৬-৭ (৬/৮), ৬-১ সেটে পরাজিত করেন জেরেমি চার্ডিকে৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close