• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ধোনির ব্যাটে অস্ট্রেলিয়ায় ভারতের ইতিহাস

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০১৯, ১৮:৩৪
স্পোর্টস ডেস্ক

ধোনির ব্যাটে মেলবোর্নে ইতিহাস লিখল টিম ইন্ডিয়া৷ টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতল ভারত৷ ২০১৯-এ স্বপ্নের শুরু মহেন্দ্র সিং ধোনির৷ তিন ম্যাচেই হাফ-সেঞ্চুরি এল ধোনির ব্যাট থেকে৷ অ্যাডিলেড ওভালের পর মেলবোর্নেও ম্যাচ জেতানো ইনিংস খেললেন মাহি৷ ২৩১ রান তাড়া করে চাল বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত৷ সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজ ২-১ জিতে নিল কোহলি অ্যান্ড কোং৷

সম্পর্কিত খবর

    বিরাট কোহলির উইকেট ছুঁড়ে দিয়ে এলেও ফের ‘অ্যাঙ্কার’ ধোনি প্রমাণ করলে ‘মেন ইন ব্লু’ জার্সিতে কেনও এখনও তাঁকে প্রয়োজন৷ সাড়ে পাঁচ ম্যাচ পর ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে তিনিই বিরাটের দলের ভরসা তা বুঝিয়ে দিলেন মাহি৷ অধিনায় হিসেবে দেশকে দিয়েছে দু’টি বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি৷ কিন্তু আসন্ন বিশ্বকাপে বিরাটের দল বড় সম্পদ হতে চলেছেন ধোনি৷ সিরিজের সেরা তা প্রমাণ করে দিলেন মাহি৷

    টেস্ট ও ওয়ান ডে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টির পাশাপাশি প্রথমবার অস্ট্রেলিয়ার মাটি থেকে কোনও সিরিজ না-হেরে ফিরছে ভারতীয় দল৷ মেলবোর্নেই রচিত হয়েছিল বিরাটদের টেস্ট সিরিজ জয়ের ইতিহাস৷ কারণ সিরিজের তৃতীয় তথা বক্সিং ডে টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত৷ আর সেই এমসিজি-তে ওয়ান ডে সিরিজ জিতে ইতিহাসে বিরাটবাহিনী৷ এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জেতেনি টিম ইন্ডিয়া৷

    সিডনিতে সিরিজের প্রথম ম্যাচ ৩৪ রানে হারলেও অ্যাডিলেড ওভাল ও মেলবোর্নে পরের দু’টি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরল ভারত৷ তিন ম্যাচে ব্যাট হাতে দলকে টানেন ধোনি৷ ২০১৯ এখনও পর্যন্ত দেশের জার্সিতে তিনটি ম্যাচ খেলেছেন মাহি৷ তিনটি ম্যাচেই তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি হাফ-সেঞ্চুরি৷ অ্যাডিলেডে ম্যাচ জেতানো অপরাজিত হাফ-সেঞ্চুরির পর এদিন মেলবোর্নে ৮৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এমএস সেভেন৷ মেলবোর্নে হাফ-সেঞ্চুরি করে সিরিজে অর্ধ-শতরানের হ্যাটট্রিক কর ফেলেন মাহি৷ এটি ধোনির ৭০তম ওয়ান ডে হাফ-সেঞ্চুরি৷

    সেই সঙ্গে এদিন অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে ক্রিকেটে হাজার রানের মাইলস্টোন টপকালেন ধোনি৷ শচিন টেন্ডুলকার, রোহিত শর্মা ও বিরাট কোহলির পর চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১০০০ রানের গণ্ডি টপকালেন মাহি৷ মেলবোর্নে এদিন প্রথম বলেই ধোনির ক্যাচ ফেলেন ম্যাক্সওয়েল৷ সেই সঙ্গে ম্যাচ ফস্কাল অস্ট্রেলিয়া৷ পরে ধোনিকে রান-আউট করার সুযোগ হাতছাড়া করেন অ্যাডাম জাম্পা৷ ম্যাচে দু’বার জীবন পাওয়ায় মাহিকে আর ফিরে তাকাতে হয়নি৷ তৃৃতীয় উইকেটে কোহলির সঙ্গে ৫৪ রানের পার্টনারশিপের পর চতুর্থ উইকেটে কেদার যাদবের সঙ্গে ১২১ রানের অবিভক্ত পার্টনারশিপে ভারতকে ম্যাচ ও সিরিজ জিতিয়ে মাঠ ছাড়েন মাহি৷

    এমসিজি-তে টস জিতে এদিন অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে পাঠায় ভারত৷ কিন্তু যুবেন্দ্র চাহালের বিষাক্ত লেগ-স্পিনে আড়াইশোর গণ্ডি টপকাতে পারেনি ফি়ঞ্চবাহিনী৷ ৪৮.৪ ওভারে ২৩০ রানে শেষ হয়ে যায় অজি ইনিংস৷ ১০ ওভারে ৪২ রান খরচ করে ৬টি উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়েন চাহাল৷ পাশাপাশি অজি ইনিংসে কাঁপন ধরিয়ে ম্যাচের সেরা হলেন ভারতীয় এই লেগ-স্পিনার৷

    ভারতীয় স্পিনারদের মধ্যে অজিভূমিতে এতদিন সর্বাধিক পাঁচ উইকেট নেওয়ার নজির ছিল প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীর৷ ১৯৯১-এ পার্থে ১৫ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছিলেন শাস্ত্রী৷ সেই রেকর্ডই এদিন ভেঙে দিলেন চাহাল৷ দলের বর্তমান কোচ শাস্ত্রীর এই রেকর্ড টপকে গিয়ে বেশ উচ্ছ্বসিত বিরাটের দলের এই তরুণ স্পিনার৷ চাহাল ও ধোনির হাত ধরে অস্ট্রেলিয়ায় ‘বিরাট’ ইতিহাস গড়ল ভারত৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close