• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শেষ ষোলোয় ফেডেক্স-রাফা

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০১৯, ১৩:৪০ | আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৩:৪২
স্পোর্টস ডেস্ক

জয় দিয়েই রড লেভার এরিনায় ১০০ তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন রজার ফেডেরার। সপ্তমবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে দ্বিতীয় রাউন্ডে কঠিন বেগ পেয়েছিলেন ব্রিটিশ প্রতিদ্বন্দ্বীর কাছে। সেই ম্যাচে সুইশ তারকাকে কঠিন লড়াই ছুঁড়ে দিয়েছিলেন বিশ্বের ১৮৯ নম্বর ড্যান ইভান্স। তবে শুক্রবার(১৮ জানুয়ারি) তৃতীয় রাউন্ডের বাধা সহজেই টপকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রজার ফেডেরার।

সম্পর্কিত খবর

    ৬-২, ৭-৫, ৬-২ ব্যবধানে জিতে এদিন তৃতীয় রাউন্ডের ম্যাচ কব্জা করে নিলেন ফেডেরার। মার্কিন প্রতিদ্বন্দ্বী বছর একুশের টেলর ফ্রিৎজকে এদিন বিশেষ কোন সুযোগই দিলেন না সুইশ তারকা। মাত্র ২০ মিনিটেই ৬-২ ব্যবধানে প্রথম সেট জিতে নেন কিংবদন্তি ফেডেরার। দ্বিতীয় রাউন্ডে যদিও ২০ বারের গ্র্যান্ডস্লামজয়ীকে তুলনামূলক কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মার্কিনী ফ্রিৎজ।

    কিন্তু ৫-৫ সমতায় থাকা অবস্থায় দুটি ব্রেক পয়েন্ট জিতে লিড নেন ফেডেক্স। এরপর দ্বিতীয় সেট নিজের নামে করে নেওয়ার পথে সুইশ তারকার সার্ভের কোনও উত্তর ছিল না ফ্রিৎজের কাছে। এরপর তৃতীয় সেটে ফের ফেডেরার ঝড়। ৬-২ ব্যবধানে তৃতীয় সেট জিতে নিতে মাত্র ২৬ মিনিট সময় নেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। চতুর্থ রাউন্ডে স্টেফানোস সিৎসিপাসের মুখোমুখি রজার। রেকর্ড সপ্তমবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে যেভাবে এগোচ্ছেন ফেডেরার, তাতে করে মেলবোর্নে তাঁর ক্যারিয়ারের ২১ তম গ্র্যান্ডস্লাম এলে অবাক হওয়ার কিছু থাকবে না।

    অন্যদিকে ১৮ তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে তৃতীয় রাউন্ডে দুরন্ত জয় ছিনিয়ে নিলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদালও। রাউন্ড অফ ৩২-এ অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বী অ্যালেক্স ডি মিনারকে ৬-১, ৬-২, ৬-৪ ব্যবধানে কার্যত উড়িয়ে দিলেন রাফা। এই নিয়ে টানা তিন অস্ট্রেলিয়ান প্রতিদ্বন্দ্বীকে টুর্নামেন্টে পরাজিত করলেন বিশ্বের দু’নম্বর।

    ২ ঘন্টা ২২ মিনিটের লড়াইয়ে বছর ঊনিশের মিনারকে পরাজিত করে নাদাল জানান, ‘টানা সাত ম্যাচে জয়ী এমন একজন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করতে পেরে খুশি।’ উল্লেখ্য গত সপ্তাহে সিডনি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েই অস্ট্রেলিয়ান ওপেনে নামেন মিনার। তরুণ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে নাদাল কোর্টে তাঁর ফিটনেস নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন। দিনে দিনে ফিটনেসে তিনি উন্নতি করছেন বলে জানান ১৭টি গ্র্যান্ডস্লামের মালিক।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close