• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

সাব্বির ঝড়ে রংপুরকে ১৯৫ রানের লক্ষ্য দিলো সিলেট

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০১৯, ১৫:১৫ | আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৭:৩০
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে শনিবার(১৯জানুয়ারি) প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স।টসে হেরে আগে ব্যাট করে সাব্বির রহমানের দুর্দান্ত ফিফটিতে রংপুরকে বড় লক্ষ্য দিয়েছে সিলেট। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করে সিক্সার্স। জবাবে জিততে হলে ১৯৫ রান করতে হবে মাশরাফির রংপুরকে।সবাই মনে করছিলেন হয়তো হারিয়ে গেছেন সাব্বির রহমান। বিপিএলের শুরু থেকেই খেলছিলেন এই হার্ডহিটার ব্যাটসম্যান । কিন্তু কিছুতেই যেনো তবে নিজেকে ছন্দে পাচ্ছিলেননা। বার বার চেষ্টা করেও ইনিংসটা বড় করতে পাচ্ছিলেননা। অবশেষে জ্বলে উঠল তার ব্যাট। তাকে যোগ্য সমর্থন দিলেন নিকোলাস পুরান। দুজনে তুললেন রানের ঝড়।সেই ঝড়ের কারণে রংপুরকে ১৯৫ রানের টার্গেট ছুঁড়ে দিলো স্বাগতিক সিলেট।

সম্পর্কিত খবর

    টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা । বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে টানা চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নেমেছে ঘরের দল সিলেট সিক্সার্স। শনিবার(১৯জানুয়ারি) দিনের প্রথম ও আসরের ২১ তম ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।শুরুটা ভালো হয়নি সিলেটের। ইনিংসের শুরুতেই মাশরাফির শিকার হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস। পরে আফিফ হোসেনকে নিয়ে দলের হাল ধরেন সাব্বির রহমান। ভালোই খেলছিলেন তারা হঠাৎই ছন্দ হারিয়ে ফেলেন আফিফ। রাইলি রুশোর অসাধারণ থ্রোতে ব্যক্তিগত ১৯ রানে রানআউটে কাটা পড়েন তিনি।

    একে একে ফিরে যান লিটন, আফিফ ও অভিজ্ঞ ওয়ার্নার।শুধু থেকে যান সাব্বির। একা দলকে টেনে তুলেন তিনি। ঝড়ো ফিফটি তুলে নিয়েছেন তিনি। মাত্র ৩৪ বলে ২ চারের বিপরীতে ৪ ছক্কায় পঞ্চাশ রান পূর্ণ করেন তিনি।

    পরে ডেভিড ওয়ার্নারকে নিয়ে দলকে টেনে তোলেন সাব্বির। প্রথমে নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলেন তারা। জুটি বেঁধে স্ট্রোকের ফুলঝুরি ছোটান ।আর তাতেই বাধে বিপত্তি। মারতে গিয়ে মাশরাফির বলে অ্যালেক্স হেলসকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফেরেন ওয়ার্নার। তাতে ভাঙে ৫১ রানের জমাট জুটি।

    এর আগে, ঢাকায় তিন ম্যাচের একটিতে জয় পায় ডেভিড ওয়ার্নারের দল সিক্সার্স। ঘরের মাঠে ফিরেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি।ঘরের মাঠেও এক ম্যাচে জয় এসেছে । সেই জয়টিও আশে রংপুর রাইডার্সের বিপক্ষেই। এদিকে আজকের ম্যাচ খেলেই বিপিএল থেকে বিদায় নেবে সিলেট অধিনায়ক ওয়ার্নার। ব্যাক টু ব্যাক ফিফটি হাঁকিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন এই অস্ট্রেলীয় ক্রিকেটার।

    পয়েন্ট টেবিলে ভালো অবস্থায় নেই রংপুর। ৬ ম্যাচ খেলে তাদের জয় দুটিতে। শেষ হেরেছিল এই সিলেটের বিপক্ষেই। তাই আজ প্রতিশোধের ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে।আজকের ম্যাচে খেলছেন দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

    সিলেট সিক্সার্স একাদশ:লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, আফিফ হোসেন, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অলক কাপালি, নিকোলাস পুরান, জাকির আলী, তাসকিন আহমেদ, সন্দ্বীপ লামিচানে, মোহাম্মদ ইরফান ও মেহেদি হাসান রানা।

    রংপুর রাইডার্স একাদশ:ক্রিস গেইল, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম ও নাহিদুল ইসলাম।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close