• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

রোনালদোর পেনাল্টি মিসেও জুভেন্টাসের জয়

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ১৩:৫৩ | আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৩:৫৬
নিজস্ব প্রতিবেদক

করফাঁকি থেকে ধর্ষণ! একের পর এক মামলায় ক্রমশ বেকায়দায় পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো৷ সেই চাপেই কি পারফরম্যান্সে ধাক্কা খেলেন সিআর সেভেন৷

মঙ্গলবার ইতালির লিগ সিরি এ’র ম্যাচে চিয়েভোর বিরুদ্ধে পেনাল্টি মিস করেছেন রোনালদো৷ ৫১ মিনিট বাঁ-দিকে ঝুঁকে রোনাল্ডোর শট সেভ করেন বিপক্ষের গোলকিপার৷ এছাড়াও ম্যাচে বেশ কয়েকবার গোলের সুযোগ হাতছা়ড়া করেন তারকা ফুটবলার৷

সম্পর্কিত খবর

    এরপরই জুভেন্টাস স্ট্রাইকারকে নিয়ে জোর আলোচনা শুরু৷ প্রশ্ন ঘুরেফিরে একটাই, ধর্ষণ-করফাঁকির মতো জটিল মামলার বিতর্কের শিরোনামে থাকতে থাকতে তবে কি চাপে পড়ে মনসংযোগ খোয়াচ্ছেন সিআর সেভেন৷

    রোনালদো পেনাল্টি মিস করলেও জুভেন্টাসের ম্যাচ জিততে অসুবিধে হয়নি৷ ৩-০ গোলে ম্যাচ জিতে নেয় তুরিন জায়েন্টরা৷ প্রথমার্ধে গোল দুটি করেন ডগলাস কোস্তা(১৩মি) ও এমরে ক্যান(৪৫মি)৷ নির্ধারিত সময়ের শেষ বাঁশি পাঁচ মিনিটে আগে আরও একটি গোল চাপিয়ে স্কোরলাইন ৩-০ করেন ড্যানিয়েলে রুগানি(৮৪মি)৷ এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দু’নম্বর নাপোলির সঙ্গে ৯ পয়েন্টে এগিয়ে থেকে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল জুভেন্টাস৷

    ২০০৯ থেকে ২০১৮৷ দীর্ঘ ৯ বছর রিয়ালে খেলেছেন পর্তুগিজ স্ট্রাইকার৷ গত বছর স্পেন থেকে ইতালিতে পাড়ি দিলেও রোনালদোর বিরুদ্ধে বিপুল পরিমাণ কর ফাঁকির অভিযোগ রয়েছে৷ গত গ্রীষ্মে স্প্যানিশ ট্যাক্স অথরিটির সঙ্গে ১ কোটি ৮৮ লক্ষ ইউরোর বিনিময়ে জেল হাজত থেকে রেহাই পাওয়ার ব্যবস্থা করেন রোনালদো৷ মঙ্গলবার মাদ্রিদের আদালতে তাঁর জরিমানার বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা৷ সিরি-এ লিগে চিয়েভোর বিরুদ্ধে ম্যাচের পর মাদ্রিদ উড়ে যাওয়ার কথা জুভেন্টাস তারকার৷ স্পেনে কর ফাঁকির কড়া আইনে যে কোনও সময় জেলে যেতে হতে পারে রোনালদোকে৷ প্রসিকিউটরের অফিস সুত্র জানানো হয়েছে যে, ইতিমধ্যেই ৫৭ লক্ষ ইউরো দিয়ে দিয়েছেন রোনালদো৷ পাশাপাশি বর্তমান জুভেন্টাস তারকা সুদ বাবদ ১০ লক্ষ ইউরো জমা দিয়েছেন৷

    কর ফাঁকির বিষয়টি ছাড়াও ৩৩ বছরের পর্তুগিজ তারকার বিরুদ্ধে ডিএনএ পরীক্ষার চাপ রয়েছে৷ প্রায় এক দশক আগে লা ভোগাসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে রোনালদোর বিরুদ্ধে৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close