• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

কোচের নির্দেশে মাথা ন্যাড়া করলেন খেলোয়াড়রা

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ১৫:৪৫
স্পোর্টস ডেস্ক

খারাপ পারফরম্যান্সে কোচের থেকে তীব্র সমালোচনা৷ খেলোয়াড়দের জন্য জারি মাথা কামানোর আদেশ! যার জেরে বিতর্কের কেন্দ্রে বাংলা হকি৷

জব্বলপুরে হকি ইন্ডিয়া জুনিয়র ন্যাশানাল চ্যাম্পিয়নশিপে কোয়ার্টারে নামধানি একাদশের কাছে ১-৫ ব্যবধানে হারে বাংলা অনূর্ধ্ব-১৯ হকি দল৷ এরপরই কোচ রাগের মাথায় খেলোয়াড়দের মাথা কামানোর নির্দেশ দেয় বলে অভিযোগ৷ ম্যাচ হারে খেলোয়াড়দের এমন অপমানজনক শাস্তির অভিযোগে ক্ষুব্ধ বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন৷

সম্পর্কিত খবর

    অনূর্ধ্ব-১৯ বাংলা হকি দলের কোচ আনন্দ কুমারের বিরুদ্ধে অভিযোগ ম্যাচ হেরে মাথা ন্যাড়া করার আদেশ জারি করেন তিনি৷ যার জেরে মাথা কামিয়ে ফেলেছে দলের বেশীরভাগে খেলোয়াড়৷ সেই ছবি প্রকাশ্য আসতেই দেশ জুড়ে তীব্র সমালোচনার ঝড়৷

    দলের অনেকে অবশ্য বলছেন, কোচের নির্দেশকে সম্মান জানাতেই নাকি মাথা কামিয়েছেন তারা৷ অনূর্ধ্ব-১৯ বাংলা হকি দলের কোচ আনন্দ কুমার অবশ্য এখনও ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি৷ ঘনিষ্ট মহলে তিনি নাকি বলেছেন, ম্যাচ হারায় রাগের বশেই খেলেয়াড়দের মাথা নেড়া করে ফেলার নির্দেশ দিয়েছিলেন তিনি৷

    বঙ্গ অনূর্ধ্ব-১৯ হকি দলের এক খেলোয়াড় জানান, কোচের নির্দেশ মানতে না চাওয়ায়, তাঁকে তীব্র অপমানে মুখে পড়ে হয়৷ এমনকী উশৃঙ্খল বলেও কটূক্তি করা হয় বলে অভিযোগ৷ গোটা ঘটনা জুড়ে বঙ্গ ক্রীড়া জগতে সোরগোল৷ ঘটনা খতিয়ে দেখার কথা জানিয়েছে বঙ্গ হকি অ্যাসোসিয়েশন৷ প্রাক্তন হকি খেলোয়াড়রা ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷

    গোটা ঘটনায় ক্ষুব্ধ বিএইচএ সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়৷ আইন বিরুদ্ধ ঘটনা ঘটলে শাস্তি পেতে হবে বলে জানান তিনি৷ ২৩ জানুয়ারির পর এই ঘটনা নিয়ে অন্তর্বর্তী তদন্ত পক্রিয়া শুরু হবে বলে জানান বিএইচএ সচিব৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close