• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ব্ল্যাক ক্যাপস’দের বিরুদ্ধে বিরাট পরীক্ষায় ভারত

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ১৮:৪৫
স্পোর্টস ডেস্ক

আসন্ন বিশ্বকাপের মহড়া শুরু করে দিয়েছে বিরাট বাহিনী৷ অস্ট্রেলিয়ায় প্রথমবার দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডেও নজির গড়তে চায় কোহলি অ্যান্ড কোং৷ কিউইদের বিরুদ্ধে বিরাটদের পাঁচ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ বুধবার৷ নেপিয়ারের ম্যাকলিন পার্কে ভারতীয় সময় সকাল সাড়ে ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে৷

অজিদের বিরুদ্ধে ২-১ সদ্য সিরিজ জিতে নিউজিল্যান্ডে পা-রেখেছে টিম ইন্ডিয়া৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে পিছিয়ে থেকেও শেষ দু’টি ম্যাচ জিতে ইতিহাস সৃষ্টি করে বিরাটরা৷ বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে মাঠে নামছে ভারত৷ বিশ্বকাপের আগে বিরাটদের কিউই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ নিউজিল্যান্ডে গতি ও বাউন্সি পিচে লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ড এবং টিম সাউদিদের বিরুদ্ধে কঠিন পরীক্ষায় ভারতের মিডল-অর্ডার৷

সম্পর্কিত খবর

    নিউজিল্যান্ডে ভারতের ওয়ান ডে রেকর্ড মোটেই আশাপ্রদ নয়৷ এখনও পর্যন্ত ৩৫টি ওয়ান ডে ম্যাচে মাত্র ১০টি জিতেছে ভারত৷ গতবার অর্থাৎ ২০১৪ চার ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া৷ সুতরাং সিরিজ শুরুর আগেই ব্ল্যাক ক্যাপসদের সমীহ করছেন ভারত অধিনায়ক৷ মঙ্গলবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে ক্যাপ্টেন কোহলি বলেন,নিউজিল্যান্ড এই মুহূর্তে বিশ্বের তিন নম্বর ওয়ান ডে দল৷ গত কয়েক বছরে ধারাবাহিকভাবে ভালো খেলছে ওরা৷ ভারতে আমরা ওদের বিরুদ্ধে খেলেছি৷ মুম্বাইয়ে ওরা আমাদের হারিয়েছিল৷ বাকি ম্যাচগুলোতে লড়াই হয়েছিল৷ নিউজিল্যান্ড দারুণ ব্যালান্স দল৷ আইসিসি-র ওয়ান ডে ব়্যাংকিংয়ে দু’ নম্বরে রয়েছে ভারত৷ অর্থাৎ নিউজিল্যান্ডের ঠিক উপরে৷

    পাঁচ ম্যাচের সিরিজে লড়াই দুই ও তিনের মধ্যে৷ কিউইদের তাদের মাঠে হারানো অত্যন্ত কঠিন৷ বিরাটরা সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াইটা অনেক কঠিন বলে মনে করছেন ক্যাপ্টেন কোহলি৷ বিশেষ করে টপ-অর্ডারে শিখর ধাওয়ানের অফ-ফর্ম চিন্তায় রেখছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে৷ অস্ট্রেলিয়া তিন ম্যাচে চেনা ছন্দে দেখা যায়নি ‘গব্বর’-কে৷

    তবে মিডল-অর্ডারে মহেন্দ্র সিং ধোনির ফর্ম স্বস্তিতে রেখেছে বিরাট-শাস্ত্রীদের৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের সিরিজে হাফ-সেঞ্চুরির হ্যাটট্রিক করেছেন ধোনি৷ শেষ দু’টি ম্যাচে ধোনিকে দেখা গিয়েছে চেনা ফিনিশার হিসেবে৷ মেলবোর্নে শেষ ম্যাচে চার নম্বরে ব্যাট করে ৮৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ নিউজিল্যান্ডের পিচে অবশ্য পেস বোলিংয়ে বিরাটদের আশা জোগাচ্ছেন ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ শামি৷ অজিদের বিরুদ্ধে দারুণ বোলিং করেছেন টিম ইন্ডিয়ার এই দুই পেসার৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close