• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বুট তুলে রাখলেন বোল্ট

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০১৯, ১৪:২৭
স্পোর্টস ডেস্ক

ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অবসরের পর ফুটবলে মন দিয়েছিলেন৷ স্বপ্ন সত্যি করে পেশাদার ফুটবলে বেশ কয়েকটি ম্যাচও খেলেন৷ এবার পাকাপাকিভাবে বুট জোড়া তুলে রেখে খেলার দুনিয়া থেকে অবসর নিয়ে নিলেন তারকা স্প্রিন্টার উসাইন বোল্ট৷

সম্পর্কিত খবর

    ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অবসরের পর এবার ফুটবলার হিসেবেও জার্সি তুলে রাখলেন ৩২ বছরে জামাইকান ক্রীড়াবিদ৷ অবসর ঘোষণা করেই বোল্ট জানিয়ে দিলেন খেলার দুনিয়াকে পাকাপাকিভাবে গুডবাই জানালেন তিনি৷ এবার শুধুই বিশ্রামের দিন৷ বোল্টকে ক্রীড়াদুনিয়া মনে রাখবে তাঁর গতিতে জন্য৷

    অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে আটবারের সোনা জিতেছেন তারকা ক্রীড়াবিদ৷ ট্র্যাক থেকে সরে দাঁড়ানোর পরই ফুটবলার হওয়ার ইচ্ছা থেকে ট্রেনিং শুরু৷ অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্স দলের হয়ে পেশাদার ফুটবল খেলেন৷ দলের হয়ে একাধিক গোলও করেন তারকা স্প্রিন্টার৷

    বেশ কয়েকমাস ফুটবলার জীবন উপভোগে পর এবার সরে দাঁড়ালেন৷ সেই সঙ্গে বোল্ট জানাতে ভোলেননি যে খেলা ছাড়লেও বন্ধ ঘরে বিশ্রাম কাটানোর তাঁর কোনও পরিকল্পনায় নেই৷ আগামী দিনে ব্যবসায় মন বসাতে চান বোল্ট, এমনটাই জানিয়েছেন তারকা স্প্রিন্টার৷ সেক্ষেত্রে খেলার সরঞ্জাম সংক্রান্ত ব্যবসায় তিনি মন দিচ্ছেন কিনা, সেকথাও খোলসা করেননি উসাইন৷

    অবশ্য ফুটবলার হিসেবে যতদিন তিনি ফুটবল খেলেছেন, নতুন ভূমিকায় নিজেকে মানিয়ে নিয়ে দারুণভাবে উপভোগ করতে দেখা যায় বোল্টকে৷ ফুটবলার বোল্টের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে ফ্রেন্ডলি ম্যাচে মেরিনার্সের হয়ে জোডা় গোল করে লাইটিং বোল্ট সেলিব্রেশন৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close