• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অস্ট্রেলিয়ান ওপেন থেকে সেরেনার বিদায়

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০১৯, ১৫:৪৯
স্পোর্টস ডেস্ক

মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড মেলবোর্নে ভাঙতে পারছেন না সেরেনা উইলিয়ামস। বুধবার(২৩জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার কাছে তিন সেটের মরিয়া লড়াইয়ের পর হার মানলেন ৩৮ বছর বয়সী।

সম্পর্কিত খবর

    দুই ঘণ্টা ১০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্লিসকোভা ৬-৪, ৪-৬, ৭-৫ হারালেন সেরেনাকে। চতুর্থ রাউন্ডে বিশ্বের এক নম্বর সিমোনা হালেপকে হারিয়েছিলেন সেরেনা। টেনিসমহল মনে করছিল, ২৩ গ্র্যান্ড স্ল্য়াম জয়ীকে আর আটকানো যাবে না। সেরেনা খেলছিলেনও অদম্য ভঙ্গিতে। কিন্তু, কোয়ার্টার ফাইনালে থমকে গেল তাঁর অভিযান। মা হওয়ার পর সেরেনা এখনও পুরনো মেজাজে ফিরতে পারেননি। মার্গারেট কোর্টের রেকর্ড ভাঙার জন্য এখন ফরাসি ওপেনের অপেক্ষায় থাকতে হবে তাঁকে।

    সেরেনাকে হারিয়ে প্লিসকোভা বলেন, “ও ভাল খেলছিল। বিশেষ করে দ্বিতীয় সেটের শেষের দিকে। খুব আগ্রাসী দেখাচ্ছিল। যাক, জিততে পেরে স্বস্তি পাচ্ছি।” এই নিয়ে কেরিয়ারে তৃতীয় বার কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন প্লিসকোভা। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী জাপানের নাওমি ওসাকা।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close