• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

নিউজিল্যান্ডকে ১৫৭ রানে গুটিয়ে দিল ভারত

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০১৯, ১১:৩১
স্পোর্টস ডেস্ক

সিরিজের প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ১৫৭ রানে অলআউট করে সহজ জয় ছিনিয়ে নিয়েছেন বিরাট কোহলিরা৷ ছেলেদের দেখানো পথেই নিউজিল্যান্ডের মেয়েদের গুটিয়ে দিল মিতালি রাজের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল৷

আইসিসি ওমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্গত প্রথম একদিনের ম্যাচে টসে জিতে কিউয়িদের প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান মিতালি৷ শুরুটা মন্দ না হলেও নিয়মিত অন্তরে উইকেট খোয়ানোর মাশুল দিয়ে ৪৮.৪ ওভারে ১৯২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস৷ অর্থাৎ জয়ের জন্য মিতালিদের দরকার ১৯৩ রান৷ যদিও ম্যাচে একগুচ্ছ সহজ ক্যাচ না ছাড়লে কিউয়িদের আরও কম রানে অলআউট করতে পারত ভারতের মেয়েরা৷

সম্পর্কিত খবর

    দুই কিউয়ি ওপেনার সুজি বেটিস ও সোফি ডিভাইন প্রথম উইকেটের জুটিতে ৬১ রান যোগ করেন৷ ডিভাইন ২৮ রান করে দীপ্তি শর্মার অনবদ্য থ্রোয়ে রানআউট হন৷ সুজি ৩৬ রান করে দীপ্তির বলেই ঝুলনের হাতে ধরা পড়েন৷

    লরেন ডন খাতা খোলার আগেই পুণম যাদবের বলে স্ট্যাম্প আউট হন৷ অ্যামি স্যাটারওয়েট ৩১ রান করে সাজঘরে ফেরেন৷ অ্যামেলিয়া কের ২৮ রান করে ক্রিজ ছাড়েন৷ দু’জনকেই ফিরিয়ে দেন পুণম৷

    গ্রিন (১০), ক্যাসপারেক (৬) ও রোউইকে (২৫) আউট করেন একতা বিস্ট৷ বেজুইডেনহাট ৯ রান করে দীপ্তির দ্বিতীয় শিকার হন৷ হাডলস্টোনকে আউট করে নিউজিল্যান্ডের ইনিংসে দাঁড়ি টেনে দেন শিখা পান্ডে৷ তাহুহু নটআউট থাকেন ৪ রান করে৷

    ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন একটা ও পুণম৷ দু’টি উইকেট নিয়েছেন দীপ্তি৷ একটি উইকেট শিখার৷ ফিল্ডারদের হঠকারীতায় ঝুলন গোস্বামী উইকেট না পেলেও কৃপণ বোলিং করেছেন৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close