• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

চেলসিতে হিগুয়েইন!

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০১৯, ১৩:৩৯
স্পোর্টস ডেস্ক

আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইনকে ধারে নিজেদের ডেরায় ভিড়িয়েছে ইংলিশ ক্লাব চেলসি। এরইমধ্যে জুভেন্টাসের সঙ্গে চুক্তি করেছে হিগুয়েন। চুক্তি অনুযায়ী ৩৬ মিলিয়ন ইউরোতে কেনা ও ১৮ মিলিয়ন ইউরোতে লোনের মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বাড়ানোর অপশন রেখেছে চেলসি। এ খবর চেলসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

এর আগে দলটির বর্তমান কোচ মরিজিও সারির অধীনে নেপোলিতে খেলেছেন হিগুয়েইন।২০১৫-১৬ মৌসুমে সিরিআ লিগের হয়ে রেকর্ড সংখ্যক ৩৬টি গোল করেছিলেন এই তারকা ফুটবলার। বর্তমানে এমনই এক গোলদাতার অভাবে রয়েছে প্রিমিয়ার চেলসি। আলবারো মোরাতা ও অলিভার জিরুদের উপর আস্থার ঘাটতি দেখা দিয়েছে সারির। যে কারণে সেন্টার ফরোয়ার্ডে এডেন হ্যাজার্ড প্রকৃত দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হচ্ছেন বলে মনে করছেন চেলসি কোচ।

সম্পর্কিত খবর

    বৃহস্পতিবার লিগ কাপের সেমি-ফাইনালের ফিরতি লেগে টটেনহ্যাম হটস্পার্সের মোকাবিলা করবে চেলসি। স্টামফোর্ড ব্রিজের ওই ম্যাচে ১-০ গোলে জয় পেলেই ফাইনালের টিকিট পাবে চেলসি। আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে লীগ কাপের ফাইনাল।

    সারি বলেন, আশা করছি দলকে গোল পেতে সহায়তা করবে হিগুয়েইন। গোল দিয়েই সে আমাদের দলে সূচনা করবে। জানুয়ারিতে বিশ্বের সেরা ও গুরুত্বপূর্ণ স্ট্রাইকার জোগাড় করা বেশ কঠিন। সুতরাং ক্লাব বেশ ভালভাবেই কাজ করছে। কারণ নতুন একজন স্ট্রাইকার খুঁজে বের করা সহজ নয়।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close