• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

লারাকেও টপকে গেলেন কোহলি

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০১৯, ১৭:৩৭
স্পোর্টস ডেস্ক

কোহলির মুকুটে যোগ হলো নতুন এক পালক৷ প্রথম ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার পাশাপাশি ব্যক্তিগত সাফল্য কোহলির ঝুলিতে৷ বুধবার (২৩ জানুয়ারি) ম্যাকলিন পার্কে ব্যাট হাতে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান চালর্স লারাকে টপকে গেলেন বিরাট কোহলি৷ ওয়ান ডে ক্রিকেটে রান সংগ্রাহক হিসেবে লারাকে পিছনে ফেলে বিশ্বের প্রথম ১০ ব্যাটসম্যানের তালিকায় ঢুকে পড়লেন বিরাট৷ এদিন ব্যক্তিগত ২১ রান করার পরই লারাকে টপকে বিশ্বের প্রথম দশজন ওয়ান ডে রান সংগ্রাহক হন কোহলি৷

বিরাট এই মাইলস্টোনে পৌঁছন ভারতীয় ইনিংসের ১৬তম ওভারে৷ মিচেল স্যান্টনারকে বাউন্ডারি মেরে লারাকে টপকে যান কোহলি৷ ওয়ান ডে ক্যারিয়ারে ২৯৯টি ম্যাচে ১০,৪০৫ রান রয়েছে লারার৷ কিন্তু বুধবারের পর বিরাটের রান ২২০টি ম্যাচে ১০,৪৩০৷ গড় ৫৯.৬৮৷ এদিন কিউইদের বিরুদ্ধে ৫৯ বলে ৪৫ রান করেন কোহলি৷ বিরাট ও ধাওয়ানের ব্যাটে ভর করে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় ভারত৷ ১৫৬ রান তাড়া করে মাত্র দু’ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া৷

সম্পর্কিত খবর

    ক্যাপ্টেন হিসেবে ভারতকে সফল নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে দারণ সফল বিরাট৷ সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সফরে টেস্ট ও ওয়ান ডে-তে সেঞ্চুরি এসেছে বিরাটের ব্যাট থেকে৷ অ্যাডিলেড ওভালে ওয়ান ডে কেরিয়ারে ৩৯তম সেঞ্চুরি করেন কোহলি৷শচিন টেন্ডুলকার থেকে মাত্র ১০ কদম দূরে রয়েছেন বিরাট৷ অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পর নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচে রানের ঝলক দেখা গেলে বিরাটের ব্যাটে৷

    ওয়ান ডে ক্রিকেটে আগেই ১০ হাজার রানের মাইলস্টোনে পৌঁছেছেন ভিকে৷ বিশ্বের ত্রয়োদশ ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়েন কোহলি৷ ভারতের মধ্য পঞ্চম ব্যাটসম্যান (শচিন, সৌরভ, দ্রাবিড় ও ধোনি) হিসেবে ১০ হাজার রানের গণ্ডি টপকেছেন বিরাট৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close