• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নাদালকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন জোকোভিচ

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০১৯, ১৮:০৪ | আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৮:১৪
স্পোর্টস ডেস্ক

রাফায়েল নাদালকে হারিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা নিজের করে নিলেন নোভাক জোকোভিচ। নাদাল ঝড় থামিয়ে রেকর্ড সপ্তমবারের জন্য রড লেভার এরিনায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন সার্বিয়ান নোভাক। দ্বিতীয়বারের জন্য স্প্যানিশ মায়েস্ত্রোকে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের অদূরে দাঁড় করিয়ে ক্যারিয়ারের পঞ্চদশ গ্র্যান্ড স্ল্যামটি জিতে নিলেন জোকার। রবিবাসরীয় মেলবোর্ন পার্কে জোকোভিচের বিধ্বংসী টেনিসের কাছে অসহায় আত্মসমর্পণ করলেন ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক রাফায়েল নাদাল। স্ট্রেট সেটে খেতাব জয়ের পথে বিশ্বের পয়লা নম্বর জকোভিচের পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-২, ৬-৩।

সম্পর্কিত খবর

    কোনও সেট না খুঁইয়েই রবিবাসরীয় অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে জোকোভিচের মুখোমুখি হয়েছিলেন নাদাল। কিন্তু ফাইনালের আগে অবধি প্রতিযোগীতায় অপ্রতিরোধ্য রাফা কার্যত দাঁড়াতেই পারলেন না হাইভোল্টেজ ফাইনালে। ২০১২ ফাইনালে রড লেভার এরিনা দেখেছিল এই দুই প্রতিদ্বন্দ্বীর প্রায় ছ’ঘন্টার নাছোড় লড়াই। তেমন কিছু আঁচ করেই এদিন মেলবোর্ন পার্কে ভিড় জমিয়েছিলেন টেনিস অনুরাগীরা। কিন্তু দুরন্ত জোকোভিচের দুর্ধর্ষ ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ড কিংবা উইনারের কাছে এদিন কোনও উত্তর ছিল না নাদালের। উত্তেজক ফাইনালে অযাচিত আনফোর্সড এরর ডোবাল স্প্যানিশ মায়েস্ত্রোকে।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close