Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯, ৯ ফাল্গুন ১৪২৫
  • ||

উইকেটের পেছনে ফের দেখা গেল ধোনি ম্যাজিক (ভিডিও)

প্রকাশ:  ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৬ | আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫০
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট icon

তড়িত্ গতি বোধ হয় একেই বলে! নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে উইকেটের পিছনে ফের দেখা গেল মাহি ম্যাজিক। নিউজিল্যান্ডের টিম শেফার্টকে তিনি যেভাবে স্টাম্পড করলেন তাতে নেট দুনিয়ায় ধন্যি ধন্যি রব উঠল। এদিন অবশ্য ব্যাট হাতে কামাল দেখাতে পারলেন না ধোনি। তবে উইকেটের পিছনে দাঁড়িয়ে ধোনি বোঝালেন, কিপিংয়ে এখনও তিনি সেরা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

বল ধরলেন। তার পর সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ভেঙে দিলেন উইকেট। প্রথম দফায় দেখে মনে হয়েছিল, শেফার্ট হয়তো আউট নন। কিন্তু ধোনির হাবভাব বুঝিয়ে দিচ্ছিল, তিনি যথাসময়ে উইকেট ভেঙে দিয়েছেন। এর পর সিদ্ধান্ত গড়ায় থার্ড আম্পায়ারের কোর্টে। রিপ্লেতে দেখা যায় শেফার্ট আউট। ধোনির তড়িত্ গতির স্টাম্প দেখে হতভম্ব হয়ে যান অনেকে। আরও একবার তিনি প্রমাণ করে যান, উইকেটের পিছনে ভারতীয় দলের অন্যতম ভরসা এখনও সেই তিনিই।

কলিন মুনরো ও শেফার্ট, দুজনে এদিন নিউজিল্যান্ডের ইনিংস টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিলেন। ধোনি যখন স্টাম্প করলেন ততক্ষণে বড় ইনিংস খেলে ফেলেছেন শেফার্ট। ২৫ বলে ৪৩ রান করিয়ে কিউয়ি ইনিংস দাঁড় করিয়ে দিয়েছিলেন শেফার্ট।

/এস কে

apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত