• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

একযুগ ধরে যে রেকর্ডের মালিক রোনালদো

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৪
স্পোর্টস ডেস্ক

রেকর্ড ভাঙা-রেকর্ড গড়া এই খেলায় নিজেকে উপরের সারিতে রাখেন ক্রিশ্চিয়ানো রোনালদো৷ বয়স ৩৪ ছুঁয়েছে৷ এই বয়সে এসে ধারাবাহিকতা ধরে রাখাটাই যেখানে চ্যালেঞ্জ৷ সেখানে রোনালদো প্রতিদিনই নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন৷

রবিবার শাশুওলোর বিরুদ্ধে ৭০ মিনিটে গোল করে নিজের রেকর্ড ধরে রাখলেন তারকা ফুটবলার৷ ট্রেডমার্ক স্টাইলে শূন্যে লাফিয়ে মাথা ঠেকিয়ে জুভেন্টাসের হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ক্রিশ্চিয়ানো৷ জুভেন্টাস ম্যাচ জিতে নেয় ৩-০ ব্যবধানে৷

সম্পর্কিত খবর

    সেই সঙ্গে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমের জুভেন্টাসের জার্সিতে ২০ গোল হয়ে গেল সিআর সেভেনের৷ এই নিয়ে টানা ১৩ মৌসুমে কোনও ক্লাবের জার্সিতে অন্তত ২০ গোল করার নজির গড়ে ফেললেন ক্রিশ্চিয়ানো৷

    শেষবার ২০০৫-০৬ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড জার্সিতে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ২০এর কম গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো৷ সেবার ম্যান ইউয়ের হয়ে মাত্র ১২ গোল করে থেমে যান পর্তুগিজ তারকা৷ এরপর এখনও পর্যন্ত টানা ১৩ মৌসুম ক্লাব জার্সিতে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে অন্তত ২০ গোল করার নজির ধরে রাখলেন রন৷

    একনজরে রোনালদোর ১৩ মৌসুমের রেকর্ড (সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে)- ১) জুভেন্টাসের জার্সিতে ২০ গোলের কীর্তি- ১ বার ২) প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদে হয়ে অন্তত ২০ গোলের কীর্তি- ৯ বার ৩) ম্যানচেস্টার ইউনাইটেড জার্সিতে অন্তত ২০ গোল করার রেকর্ড রয়েছে -৩বার৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close