• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চ্যাম্পিয়ন্স লিগে রাতে ম্যানইউ-পিএসজি মুখোমুখি

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৪
স্পোর্টস ডেস্ক

গত ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রতে পিএসজির সামনে পড়ায় ম্যানইউর বিদায় নিশ্চিত ধরে নিয়েছিল সবাই। হোসে মরিনহোর অধীনে ম্যানইউ তখন ধুঁকছিল। বিপরীতে নেইমার, এমবাপ্পে, কাভানি ত্রয়ীর ঝলকে উড়ছিল পিএসজি।

চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিন পর্ব শুরু হচ্ছে আজ। মঙ্গলবার(১২জানুয়ারি) রয়েছে দুইটি ম্যাচ। ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় রাত দুইটায় মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ফরাসি জায়ান্ট পিএসজি। একই সময়ে অন্য ম্যাচে স্টাডিও অলিম্পিকোতে স্বাগতিক রোমার মুখোমুখি হবে পর্তুগীজ ক্লাব পোর্তো।

সম্পর্কিত খবর

    এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা তিন তারকা নেইমার, এডিনসন কাভানি ও থমাস মিউনিয়ারকে পাচ্ছে না পিএসজি। তারা তিনজনই ইনজুরিতে। তিন তারকাকে ছাড়া এই ম্যাচে শক্তির দিক থেকে বেশ পিছিয়ে পিএসজি। এমন সময়ে দলের গুরু দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে এমবাপ্পেকে।

    অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড সম্প্রতি সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। ভারপ্রাপ্ত কোচ ওলি গুনার সুলশারের অধীনে একের পর এক জয় পেয়েই চলেছে তারা। ঘরের মাঠে এই ম্যাচেও ভালো করতে তারা আত্মবিশ্বাসী।

    ওলি গুনার সুলশার বলেছেন, আমরা সেরাটা দিয়েই এই অবস্থানে এসেছি। আমরা আত্মবিশ্বাসী। দল হিসাবে ভালো খেলতে চাই আমরা। এটি অনেক বড় ম্যাচ। আমাদের বর্তমান যে দল তারা যেকোনো দলের বিপক্ষে জয় পাওয়ার ক্ষমতা রাখে।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close