• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বাংলাদেশ-নিউজিল্যান্ড খেলা দেখাবে যেসব চ্যানেল

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৯ | আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২২
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর শুরু হচ্ছে বুধবার (১২জানুয়ারি) সকালে। এ ম্যাচ দিয়েই নতুন বছরের (২০১৯ সাল) আন্তর্জাতিক ক্রিকেট শুরু করছে টাইগাররা। বিপিএল শেষ হবার আগেই নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলো বাংলাদেশ।প্রথমভাগে বুধবার(৬জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৮ জনের একটি দল নিউজিল্যান্ড রওনা হয়।প্রথমভাগে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও মুস্তাফিজুর রহমান নিউজিল্যান্ড চলে যায়।তাদের সাথে দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট গেছেন।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। বাকি সব ম্যাচ শুরু হবে ভোর ৪টায়। খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের চ্যানেল নাইন। এছাড়া টাইগারদের সঙ্গে কিউইদের লড়াই দেখাবে বিদেশি চ্যানেল স্টার স্পোর্টস সিলেক্ট ১।

সম্পর্কিত খবর

    তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে টাইগারদের নিউজিল্যান্ড সফর। এরপর তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে সাকিববাহিনী। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে। এছাড়া দুই ফরম্যাটের ছয়টি ম্যাচের পাঁচটিই শুরু হবে বাংলাদেশের স্থানীয় সময় ভোর চারটায়।

    নিউজিল্যান্ডের বিপক্ষে কবে, কোন সময়ে ম্যাচ:

    ১৩ ফেব্রুয়ারি : প্রথম ওডিআই (নেপিয়ার)- সকাল ৭টা

    ১৬ ফেব্রুয়ারি : দ্বিতীয় ওডিআই (ক্রাইস্টচার্চ)-ভোর ৪টা

    ২০ ফেব্রুয়ারি : তৃতীয় ওডিআই (ডানেডিন)-ভোর ৪টা

    ২৮ ফেব্রু-৪ মার্চ : প্রথম টেস্ট (হ্যামিল্টন)-ভোর ৪টা

    ৮-১২ মার্চ : দ্বিতীয় টেস্ট (ওয়েলিংটন)-ভোর ৪টা

    ১৬-২০ মার্চ : তৃতীয় টেস্ট (ক্রাইস্টচার্চ)-ভোর ৪টা

    নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম হাসান।।

    নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, আবু জায়েদ, খালেদ আহমেদ ও নাঈম হাসান।

    বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড: নিউজিল্যান্ড ওয়ানডে দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক, প্রথম ও দ্বিতীয় ম্যাচ), টড অ্যাস্টল, ট্রেন্ট অ্যাস্টল, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম (তৃতীয় ম্যাচে অধিনায়ক), কলিন মানরো (কেবল তৃতীয় ম্যাচ), জিমি নিশাম, হেনরি নিকোলস, রস টেইলর, মিচেল স্যান্টনার, টিম সাউদি।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close