• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বিমানে ভয় পেয়ে, সড়কপথে মাশরাফি-তামিম

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫২
স্পোর্টস ডেস্ক

আকাশ পথে অকল্যান্ড থেকে নেপিয়ারে ছোট বিমানে যেতে মাত্র ১ ঘণ্টা সময় লাগে। কিন্তু ছোট বিমানে যেতে ভয় পান মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। সেখানে যেতে বড় বিমান নেই।তাই বাধ্য হয়ে ৬ ঘণ্টার সড়কপথে প্রথম ওয়ানডের ভেন্যুতে পৌঁছলেন তারা।

মাশরাফি-তামিমের সড়কপথের কাহিনী নিয়ে খবর ছাপিয়েছে নিউজিল্যান্ড সংবাদমাধ্যম স্টাফ। তাতে লেখা হয়েছে, দুজনই অনেকবার নিউজিল্যান্ড সফর করেছেন। এর আগেও এই বিমানে চড়েছেন তামিম। কিন্তু এবার তাদের দেখে মনে হলো, ছোট বিমানে চেপে আঞ্চলিক রুটে যাতায়াতে তারা এখনও ভয় পান।

সম্পর্কিত খবর

    তাদের ভয় পাওয়াটা স্বাভাবিক। নিউজিল্যান্ডে ছোট বিমান বাতাসে দোল খায়। এমনকি দেশটিতে বড় বিমানও ঝাঁকুনি খায়। মূলত তাতেই মাশরাফি-তামিমের ভয়।

    বিপিএলের কারণে কয়েক ভাগে নিউজিল্যান্ডে যায় বাংলাদেশের ক্রিকেটাররা। সবশেষ নিউজিল্যান্ডে গেছেন মাশরাফি, তামিম, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। মাশরাফি, তামিম ভয় পেলেও তাদের অন্য দুই সঙ্গী ছোট প্লেনে করেই নেপিয়ারে যান। সেখানে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডে।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close