• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

চলে গেলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী গোলকিপার গর্ডন ব্যাঙ্কস

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৯
স্পোর্টস ডেস্ক

১৯৭০ বিশ্বকাপের সেই বিখ্যাত গোল সেভের মালিক আর নেই। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের গোলকিপার গর্ডন ব্যাঙ্কস প্রয়াত হলেন ৮১ বছর বয়সে।

ইংল্যান্ডের ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন গর্ডন। তার প্রাক্তন ক্লাব স্টোক সিটি মঙ্গলবার তার মৃত্যুর কথা জানিয়েছে।

সম্পর্কিত খবর

    ১৯৬৬ বিশ্বকাপে ব্যাঙ্ক ইংল্যান্ডের মাটিতে প্রতিটি ম্যাচ খেলেছিলেন। কিন্তু তিনি বিখ্যাত হয়ে গিয়েছিলেন তার ঠিক চার বছর পর। আরও একটি বিশ্বকাপে। সেখানে ব্রাজিলের পেলের একটি গোলমুখি শট অসাধারণ দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দিয়ে। তার ঠিক দু'বছর পর গাড়ি দূর্ঘটনায় তাঁর একটি চোখ নষ্ট হয়ে যায়।

    এ দিন ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়। তার পরিবারের পক্ষ থেকেও তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

    ব্যাঙ্কসের পরিবারের তরফে বলা হয়েছে, তার মৃত্যু আমরা ভেঙে পড়েছি কিন্তু ও অনেক ভাল স্মৃতি দিয়ে গিয়েছে আমাদের যা আমাদের গর্বিত করে।

    জার্মানির বিরুদ্ধে বিশ্বকাপ জয়ের ৪-২ গোলের ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করা জিওফ হার্স্ট টুইট করে তার সতীর্থর আত্মার শান্তি কামনা করেছেন।

    ৭৭ বছরের হার্স্ট লেখেন, গর্ডনের মৃত্যুর খবর খুব কষ্টের। মহানদের মধ্যে একজন ছিল।

    সেই বিশ্বকাপ দলের মার্টিন পিটার্স অ্যালজাইমারে আক্রান্ত।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close