• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

ভিএআর বিতর্কের মাঝেই রিয়ালের জয়

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১২
স্পোর্টস ডেস্ক

আবির্ভাবেই ভিএআর বিতর্ক চ্যাম্পিয়ন্স লিগে৷ ভিডিও রেফারেলে গোল বাতিল আয়াক্সের৷ ফলে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টারে ড্র হতে চলা অ্যাওয়ে লেগে ২-১ ব্যবধানে জয় তুলে নিতে সক্ষম হয় রিয়াল মাদ্রিদ৷ না হলে ডাচ দলটির সঙ্গে পয়েন্ট ভাগ করে দেশে ফিরতে হত স্প্যানিশ জায়ান্টদের৷

সম্পর্কিত খবর

    চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথমবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা সংক্ষেপে ভিএআর প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে৷ গ্রুপ লিগের ম্যাচগুলিতে ভিআর না থাকা নিয়ে প্রশ্ন তুলেছিল বেশ কয়েকটি দল৷ ফলে প্রি-কোয়ার্টার থেকে ভিএআর চালুর সিদ্ধান্ত নেয় উয়েফা৷ অবশ্য আর্বিভাবেই ভিএআরের ভূমিকায় সন্তুষ্ট হতে পারল না আয়াক্স৷ ঘরের মাঠে ভিএআরের জন্যই তাদের একটি গোল বাতিল করেন রেফারি৷

    রিয়ালের বিরুদ্ধে আয়াক্সের ইউরোপীয়ান রেকর্ড মোটেও আশাব্যঞ্জক নয়৷ এই নিয়ে শেষ সাতটা ম্যাচেই রিয়ালের কাছে পরাস্ত হল নেদারল্যান্ডসের দলটি৷ তবু এই ম্যাচের প্রথমার্ধে দুরন্ত ফুটবল উপহার দেয় তারা৷একাধিক গোলের সুযোগ তৈরি করে তারা৷ ম্যাচের ৩৭ মিনিটে তাগলিয়াফিকো হেডে রিয়ালের জালে বল জড়িয়েও দেন৷ তবে অজস্রবার রি-প্লে দেখার পর রেফারি দামির গোলটি বাতিল করেন তাদিচ অফসাইডে ছিলেন মনে হওয়ায়৷

    প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়৷ দ্বিতীয়ার্ধে রিয়াল জোড়া গোল করে৷ একটি গোল শোধ করে আয়াক্স৷ ৬০ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন বেঞ্জেমা৷ ৭৫ মিনিটে ডেভিড নেরেসের পাস থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান হাকিম৷ ৮৭ মিনিটে কার্ভাহালের পাস থেকে রিয়ালের হয়ে জয়সূচক গোল করেন আসেনসিও৷চ্যাম্পিয়ন্স লিগের অপর প্রি-কোয়ার্টারের প্রথম লেগে ঘরের মাঠে টটেনহ্যাম ৩-০ গোলে পরাস্ত করেছে বরুশিয়া ডর্টমুন্ডকে৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close