• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মাঠে বেলের অশোভন ভঙ্গি,১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন (ভিডিও)

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৫
স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল ৪ থেকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন। তার বিরুদ্ধে মানহানিকর ও উস্কানিমূলক উদযাপন করার অভিযোগ এনেছে লা লিগা কর্তৃপক্ষ।স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ।এবার রিয়াল মাদ্রিদ শিবিরের জন্য আসছে দু:সংবাদ। বড় শাস্তি পেতে চলেছেন এই রিয়াল তারকা।

দু:সংবাদটি টেনে এনেছেন তিনি নিজেই।গত সপ্তাহে নগর প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পায় রিয়াল। ওয়ান্দা মেট্রোপলিটানোতে বদলি নেমে লস-ব্লাঙ্কোসদের হয়ে ৭৩তম মিনিটে তৃতীয় গোলটি করেন বেল। ২০১৩ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে আসার পর রিয়ালের জার্সিতে তার ১০০তম গোল ছিল এটি ।

সম্পর্কিত খবর

    কিন্তু বেলের মাইলফলক ছোঁয়া গোলের উদযাপনটা ছিল দৃষ্টিকটু। ডান হাত মাথার কাছে নিয়ে বাঁ হাত দিয়ে সেটি মাঝ বরাবর কেটে ফেলছেন এমন একটা ভঙ্গি করেন বেল। যেটিকে অ্যাটলেটিকোর সমর্থকদের জন্য উস্কানিমূলক মনে করছে লা লিগা কর্তৃপক্ষ।

    গোল দেয়ার পর দর্শক গ্যালারির সামনে গিয়ে তার গোলোৎসব উদযাপনটি শোভন ছিল না বলে মনে করছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশন।লা লিগার পক্ষ থেকে জানানো হয়েছে, বেলের এমন অপেশাদার আচরণ বিষয়ে দোষী সাব্যস্ত হলে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন তিনি!

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close