• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হারের পর যা বললেন মাশরাফি

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৬
স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় সফরকারী বাংলাদেশ।দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে কিউইরা। শনিবার(১৬জানুয়ারি) ক্রাইস্টচার্চে দলের পরাজয়ের পেছনে নিজেদের ব্যাটিং ব্যর্থতা ও বোলিংকে দায়ী করেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ২২৬ রান সংগ্রহ করে টিম বাংলাদেশ। যা ১৩.৫ ওভার হাতে রেখেই টপকে যায় নিউজিল্যান্ড। ম্যাচের পর মাশরাফি বলেন, সকালের আবহওয়া বোলারদের জন্য সহায়ক ছিল। উইকেট হারানো সত্ত্বেও মুশফিকুর রহিম সেট হয়ে গিয়েছিল। যদি টপঅর্ডার ব্যাটসম্যানরা কয়েকটা ভালো জুটি উপহার দিয়ে যেত তবে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

সম্পর্কিত খবর

    অধিনায়ক মোহাম্মদ মিঠুনের প্রশংসা করেছেন। ৫৭ রান করা মিঠুনসহ অন্য ব্যাটসম্যানদের কাছে আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলেন অধিনায়ক।তিনি বলেন, মিঠুন রান করছে, এটা ইতিবাচক দিক। তবে আমার মনে হয়, উপরের সারির ব্যাটসম্যানদের আরও বড় ইনিংস খেলা উচিত ছিল। দুটি ম্যাচেই আমাদের দলীয় সংগ্রহ ২২০-২৩০ এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আমাদের দরকার ছিল ২৭০-২৮০ রান। জুটিগুলো ৩০-৩২ রানের না হয়ে ৬০-৭০ হওয়া উচিত ছিল। বোলিংয়ের কথা যদি বলি, মোস্তাফিজ ছাড়া আর কারোর বোলিং উল্লেখ করার মত নয়।

    বুধবার ভোর ৪টায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। ওই ম্যাচে জিতে অন্তত নিজেদের সম্মান রক্ষা করতে চান ম্যাশ, একটা দল হিসেবে আমাদের খেলতে হবে। হাতে আরেকটা ম্যাচ বাকি। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়ব।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close