• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু ২৫ ফেব্রুয়ারি

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫০
নিজস্ব প্রতিবেদক

বিপিএলে স্থানীয় ক্রিকেটারদের অনেকেই সুযোগ পান না ফলে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি।

টুর্নামেন্ট শুরু ২৫ ফেব্রুয়ারি। প্রতিটি গ্রুপের শীর্ষ দল যাবে সেমিফাইনালে। এতে অংশ নেবে ১২টি দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় ফাইনাল হবে ৩ মার্চ।

এবার ঢাকা প্রিমিয়ার লিগের আগেই হবে টুর্নামেন্টটি। এতে অংশ নেবে ঢাকা প্রিমিয়ার লিগেরই ১২টি দল—আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক, শেখ জামাল ধানমন্ডি, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপ ক্রিকেটার্স, ব্রাদার্স, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা স্পোর্টিং ক্লাব ও বিকেএসপি।

প্রসঙ্গত, ২০১৩ সালের ডিসেম্বরে বিজয় দিবস টি-টোয়েন্টি টুর্নামেন্ট নামে সবশেষ টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া বিপিএলের বাইরে বিসিবি এর আগে ২০০৯ সালে ক্লাবগুলিকে নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং ২০১০ সালে জাতীয় লিগের দলগুলিকে নিয়ে এনসিএল-টি-টোয়েন্টি নামেও আরেকটি টুর্নামেন্ট আয়োজন করেছিল।

পিবিডি/এআইএস

টি-টোয়েন্টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close