• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্বকাপে ইংল্যান্ডকে সতর্ক করলেন সোয়ান

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪০
স্পোর্টস ডেস্ক

ঘরের বিশ্বকাপে ইংল্যান্ডকে কাপ জয়ের অন্যতম দাবিদার বলছেন বিশেষজ্ঞরা৷ প্রাক্তন ইংরেজ স্পিনার গ্রেম সোয়ানের মতে, ইয়ন মর্গ্যানরা ভারতকে হালকাভাবে নিলে ভুল করবে৷ কারণ বিশ্বকাপে ভারত অন্যতম ফেভারিট দল৷

ইংল্যান্ড ও ওয়েলসে বসছে বিশ্বকাপের আসর৷ ৩০ মে ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে দ্বাদশ ওয়ান ডে বিশ্বকাপ৷ ঘরের মাঠে ইংল্যান্ডকে এবার ফেভারিট ধরা হলেও এখনও পর্যন্ত ওয়ান ডে বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি ইংরেজরা৷ তাদের ঘরের একটি মাত্র বিশ্বকাপ ঢুকেছে৷ তা হল ২০১০ টি-২০ ওয়ার্ল্ড কাপ৷ শেষ টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠলেও শেষরক্ষা হয়নি ইংল্যান্ডের৷ ইডেনে কাপ জয়ের কাছাকাছি এসেও কার্লোস ব্রাথওয়েটের কাছে হেরে যায় ইংল্যান্ড৷

সম্পর্কিত খবর

    ঘরের মাঠে ইংল্যান্ডকে ফেভারিট মানলেও বিরাটদের সম্পর্কে মর্গ্যানদের সতর্ক করে সোয়ান বলেন, ভারতকে বাদ দেওয়া সম্ভব নয়৷ কারণ ভারত অসাধারণ ওয়ান ডে দল৷ বিরাট কোহলি দারুণ ক্যাপ্টেন এবং দুর্দান্ত প্লেয়ার৷ বিশ্বকাপের গ্রুপে ভারত-ইংল্যান্ড সাক্ষাত হবে ৩০ জুন এজবাস্টনে৷ যদিও ভারত বিশ্বকাপ অভিযান শুরু করছে ৫ জুন টাইটানিকের শহর সাউদাম্পটনে৷ রোজ বোলে বিরাটদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা৷

    তবে ভারত তথা টুর্নামেন্টের সেরা ম্যাচটি হবে ১৬ জুন ম্যানচেস্টারে৷ ওল্ড ট্র্যাফোর্ডে গ্রুপ লিগে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান৷ তবে পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিশ্বকাপ না-খেলা দাবি তুলেছেন অনেক৷ তবে মঙ্গলবার বিশ্বকাপে ভারত মহারণ না-হওয়ার কোনও কারণ দেখছে না আইসিসি৷

    তবে এর থেকে কঠিন পরিস্থিতিতেও বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলেছে ভারত৷ ১৯৯৯ কার্গিল যুদ্ধ চলাকালীন বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে খেলেছেন শচিন-সৌরভরা৷ মহম্মদ আজহারউদ্দিনের ভারত পাকিস্তানকে হারিয়ে কার্গিলে শহিদদের স্মরণ করেছিল শচিন-সৌরভরা৷

    ১৯৯৯ বিশ্বকাপও হয়েছিলে ইংল্যান্ডের মাটিতে৷ শুধু তাই নয় এই ম্যানচেস্টারেই দেখা হয়েছিল ভারত-পাকিস্তানের৷ ৪৭ রানে ম্যাচ জিতে পাকিস্তানের কাছে বিশ্বকাপে না-হারার তকমা অক্ষত রেখেছিল আজহারউদ্দিনের ভারত৷ ২২৭ রান তাড়া করতে নেমে মাত্র ৪৫ ওভারে ১৮০ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান৷ ভারতীয় পেস জুটি ভেঙ্কটেশ প্রসাদ ও জাভাগল শ্রীনাথের সামনে আত্মসমপর্ণ করেছিলেন পাক ব্যাটসম্যানরা৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close