• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ডান্স ফ্লোর মাতালেন ক্যারিবিয়ান কিংবদন্তি অ্যামব্রোজ (ভিডিও)

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৮
স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ায় গিয়ে বল হাতে ব্যাটসম্যানদের ঘুম কেড়েছিলেন৷ আর এখন সেই অস্ট্রেলিয়ার মাটিতে ডান্সারদের চমকে দিলেন কার্টলি এলকন লিনওয়াল অ্যামব্রোজ৷ প্রায় দু’ দশক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি৷ কিন্তু এখনও ডান্স ফ্লোর মাতালেন ৫৫ বছরের ক্যারিবিয়ান পেসার৷

ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ

সম্পর্কিত খবর

    ডান্স ফ্লোরে অ্যামব্রোজের পার্টনার ছিলেন বিখ্যাত ট্র্যাকার এড শিরান৷ অ্যামব্রোজের ডান্স ভিডিও টুইট করেছে উইন্ডিজ ক্রিকেট৷ যার ক্যাপশন ‘লিভ সান মুভস ফর দ্য রেস্ট অফ আস স্যার কার্টলি!’ অস্ট্রেলিয়ার একটি ডান্স কম্পিটিশনে অংশ নিয়েছিলেন অ্যামব্রোজ৷

    ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ

    নয়ের দশকে বল হাতে ক্রিকেটবিশ্ব মাতিয়েছেন ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা ক্যারিবিয়ান পেসার৷ নিজের সেরা সময়ে বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন৷ দীর্ঘ দিন প্রচারের বাইরে থাকা অ্যামব্রোজ ডান্স ফ্লোর মাতিয়ে প্রচারের আলোয় এলেন৷ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৮টি টেস্ট এবং ১৭৬টি ওয়ান ডে খেলেছেন অ্যামব্রোজ৷ আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানোর পর আইসিসি-র ‘হল অফ ফেমে’ ঢোকেন ক্যারিবিয়ান এই পেসার৷

    দুরন্ত গতি ও বাউন্সে ব্যাটসম্যানদের কাছে বিভীষিকাময় ছিলেন দীর্ঘকায় এই ক্যারিবিয়ান পেসার৷ ৪০৫টি টেস্ট এবং ২২৫টি ওয়ান ডে উইকেট রয়েছেন অ্যামব্রোজের ঝুলিতে৷ অ্যান্টিগার এই কিংবদন্তি পেসারের টেস্ট অভিষেক হয়েছিল ১৯৮৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে জর্জটাউনে৷ শেষ টেস্ট খেলেছেন দ্য ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০০ সালে৷ ১৯৯২ ও ১৯৯৬ বিশ্বকাপে ক্যারিয়ান দলের সদস্য ছিলেন অ্যামব্রোজ৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close