• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

জুভেন্টাসের বিপক্ষে অ্যাটলেটিকোর নাটকীয় জয়

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫২ | আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৪
স্পোর্টস ডেস্ক

রন মাদ্রিদে ফিরে এলেও সেটা সুখের হল না। চ্যাম্পিয়ন্স লিগের মতো পয়া টুর্নামেন্টে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারতে হল ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসকে। ঘরের মাঠে ২-০ গোলে জুভেন্টাসকে হারাল দিয়েগো সিমিওনের দল।

সম্পর্কিত খবর

    বুধবার(২০ফেব্রুয়ারি) মাদ্রিদের ওয়ান্দা মেট্রোপলিতানোতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ ও জুভেন্টাস। আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ অবশ্য হাতছাড়া করে জুভেন্টাস। এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরে গ্রিজম্যানরা। প্রথমার্ধ শেষে ম্যাচের ফল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরু থেকে জুভেন্টাস রক্ষণে আক্রমণ শানাতে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৭০ মিনিটে অ্যাটলেটিকোর আলভারো মোরাতার গোল বাতিল করা হয় ভিএআরের সাহায্য নিয়ে। হেড করার আগের মুহূর্তে তিনি ডিফেন্ডার জর্জ কিয়েলিনিকে ধাক্কা দেন, রেফারি ভিআরএর সাহায্যে ফাউল দেন এবং গোল বাতিল করেন।

    অবশেষে ৭৮ মিনিটে গোলের দেখা মিলল। হোসে মারিয়া হিমেনেস এগিয়ে দেন অ্যাটলেটিকোকে। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দিয়েগো গোডিন। শেষ দিকে একটি অ্যাওয়ে গোল করার সহজ সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু সুবর্ন সুযোগ হাতছাড়া করেন সিআরসেভেন। দুই উরুগুয়ে তারকার গোলে জয় ছিনিয়ে নিল দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। ০-২ গোলে হারের ধাক্কা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে ওঠার আশায় ১২ মার্চ ফিরতি লেগের ম্যাচে ঘরের মাঠে খেলতে নামবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close