• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চকবাজারের অগ্নিকাণ্ডে ভুক্তভোগীদের জন্য তামিমের প্রার্থনা

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৫ | আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০০
স্পোর্টস ডেস্ক

রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডে অন্তত ৭০ জন নিহত হয়েছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। লাশের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়ি হাট্টা শাহী মসজিদের সামনে একটি বহুতল ভবনে আগুন লেগে তা আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট এগার ঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয়। চকবাজারের ভয়াবহ এ অগ্নিকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছে। বিষয়টি হৃদয় ছুঁয়ে গেছে বাংলাদেশ জাতীয় দলের

সম্পর্কিত খবর

    বাঁহাতি ওপেনার তামিম ইকবালের।

    বুধবার রাতে চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনে চারতলা বাড়িসহ কয়েকটি ভবনে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৭০ জনের মতো মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। আল্লাহ যেন ভুক্তভোগীদের শক্তি দেন সেই প্রার্থনা করেছেন বাংলাদেশ জাতীয় দলের এই ড্যাশিং ওপেনার।

    বৃহস্পতিবার(২১ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন তামিম ইকবাল। স্ট্যাটাসে তামিম লেখেন, চকবাজার অগ্নিকাণ্ডে ভুক্তভোগীদের জন্য প্রার্থনা। আল্লাহ তাদের ধৈর্য ধরার শক্তি দেন।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close