• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

যাত্রীবিমানের পাইলটের ভূমিকায় অস্ট্রেলিয়ার ক্রিকেটার (ভিডিও)

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৯
স্পোর্টস ডেস্ক

ক্রিকেট মাঠে ব্যাট হাতে বল উড়িয়ে গ্যালারিতে ফেলেন৷ অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যানকে ঠিক এভাবেই দেখতে অভ্যস্ত গোটা বিশ্ব৷ তবে ব্যাট ছেড়ে তিনি যে বিমানও চালাতে পারেন, সে খবরটা জানা ছিল না অনেকেরই৷

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সম্পর্কিত খবর

    খেলা ছাড়ার পর পরবর্তী পেশা কী হতে পারে, তা নিয়ে প্রায় সব ক্রিকেটারই কম বেশি সংশয়ে থাকেন৷ কোচ, সাপোর্ট স্টাফ, ধারাভাষ্যকার, প্রশাসক, নির্বাচক প্রভৃতি বিভিন্নভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকেন অনেকেই৷ অনেকেই আবার ব্যবসায় মনোনিবেশ করেন৷ অস্ট্রেলিয়ার তারকা বাঁ-হাতি ব্যাটসম্যান উসমান খাজা অবশ্য আগে থেকেই ঠিক করে রেখেছেন ক্রিকেট পরবর্তী নিজের ভবিষ্যৎ৷ পেশাদার পাইলট হিসাবে বিমান ওড়াতে চান তিনি৷

    ক্রিকেটার হিসাবে জগৎজোড়া খ্যাতি থাকলেও উসমান খাজা একজন স্বীকৃত পাইলট৷ নিউ সাউথওয়েলস বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ অ্যাভিয়েশনের ছাত্র ছিলেন তিনি৷ সেখান থেকেই পাইলটের ডিগ্রি ও লাইসেন্স অর্জন করেন খাজা৷

    ক্রিকেটের ফাঁকে নিজের ফ্লাইং স্কিলের পরীক্ষা দিলেন খাজা৷ বিশ্বের বৃত্তম যাত্রীবিমান এয়ারবাস এ৩৮০’র নিয়ন্ত্রণ নিলেন নিজের হাতে৷ বিমান ওড়ানোর পর সফলভাবে অবতরণ করার পরীক্ষাতেও সসম্মানে উতরে যান উসমান৷ ক্রিকেট অস্ট্রেলিয়া এই খাজার এই পরীক্ষা পর্বের ভিডিও নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে৷

    বিমান ওড়ানো প্রসঙ্গে খাজা বলেন, ছোটবেলা থেকে বিমানে চড়েছি বিস্তর৷ কাজের সূত্রে আমার বাবা সৌদি আরবে থাকতেন৷ তাই খেলার ফাঁকে সেখানে যাওয়া-আসা করতে হত আমাকে৷ সেই থেকেই বিমান চালানোর প্রতি আমার আগ্রহ৷ নিউ সাউথওয়েলস বিশ্ববিদ্যালয়ের এই ডিগ্রি যেমন আমার মাকে খুশি করেছে, ঠিক তেমনই আমার স্বপ্নকেও সত্যি করতে সাহায্য করেছে৷ বিমান ওড়ানোর শিক্ষা ক্রিকেটার হিসাবে আমাকে অনেক পরিণত করেছে৷ এটা যেমন আমাকে শৃঙ্খলাপরাণ ও ধৈর্য্যশীল হতে সাহায্য করেছে, ঠিক তেমনই যে কোনও সময় পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত বদলের ক্ষমতাও সঞ্চারিত করেছে আমার মধ্যে৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close