• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভারতের কোটা বাতিল আর পাকিস্তানের মুখে হাসি

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৬
স্পোর্টস ডেস্ক

দুই পাকিস্তানি শুটারকে ভারতে আসতে এবং শুটিং বিশ্বকাপে অংশ নিতে না দেওয়ায় রেগে যায় ইন্টারন্যাশানাল অলিম্পিক এসোসিয়েশন (IOC)। বাতিল করা হতে পারে পুরুষদের ইভেন্ট থেকে আয়োজক হিসাবে ভারতের প্রাপ্য কোটা। আর তাতেই মুখে হাসি ফুটেছে পাকিস্তানের অলিম্পিক এসোসিয়েশনের (POA)।

২০ ফেব্রুয়ারি থেকে নয়াদিল্লিতে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন(IISF) আয়োজিত শুটিং বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসার কথা ছিল দুই পাক শুটার মহম্মদ খলিল আখতার ও গুলাম মুস্তাফা বসিরের৷ কিন্তু পুলওয়ামা হামলার জেরে তাদের ভিসা বাতিল করে ভারতীয় হাই কমিশন। ফলে খেলায় অংশ নিতে পারেননি দুই পাক শুটার। এর জেরে ইন্টারন্যাশানাল অলিম্পিক এসোসিয়েশনের তরফ থেকে আয়োজক দেশ হিসাবে পরবর্তি অলিম্পিকে ভারতীয় শুটারদের প্রাপ্য কোটা বাতিল করে দেওয়া হতে পারে।

সম্পর্কিত খবর

    পাকিস্তান অলিম্পিক এসোসিয়েশনের(POA) প্রেসিডেন্ট আরিফ হাসান বলেন, আমাদের অ্যাথলিটদের অংশ নিতে না দেওয়ায় আমরা খুবই হতাশ। আমাদের মতে খেলাধুলাকে দুটি দেশের মধ্যে সংযোগকারী হিসাবে ব্যবহার করা উচিত।

    তিনি আরও বলেন, IOC-এর কাছে নালিশ করা ছাড়া আমাদের হাতে অন্য কোনো উপায় ছিল না। IOC-এর সিদ্ধান্তে আমরা কৃতজ্ঞ। ২০২০ টোকিও অলিম্পিকের ১৬টি কোটার জন্য দিল্লিতে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। পাকিস্তান থেকে খলিল আখতার ও গুলাম মুস্তাফা বসিরকে পাঠানোর কথা ছিল।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close