• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

পাকিস্তানের ক্রিকেটারদের ছবি না সরালে ইডেনে দিলীপের হুঁশিয়ারি

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৫
স্পোর্টস ডেস্ক

পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর দেশের বিভিন্ন স্টেডিয়াম থেকে সরিয়ে ফেলা হয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের ছবি৷ বোর্ডের মুম্বাই হেডকোয়ার্টার থেকেও পাকিস্তানের ক্রিকেটারদের স্মৃতি সরিয়ে ফেলা হয়েছে৷ কলকাতার ইডেন গার্ডেন্সে অবশ্য এখনও পাক ক্রিকেটারদের ছবি ঢেকে ফেলা বা সরিয়ে ফেলা নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি৷

কাশ্মীর উপত্যকায় ভারতীয় জওয়ানদের উপর বর্বরোচিত নাশকতার প্রতিবাদে অন্য রাজ্যের ক্রিকেট সংস্থাগুলি যখন ইতিমধ্যেই পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা বর্তমান ‘প্রশাসনিক ক্যাপ্টেন’ ইমরান খানের ছবি সরিয়ে ফেলেছে, তখন সিএবি কেন কঠিন সিদ্ধান্ত নিতে দেরি করছে? ক্রিকেটমহলে সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে৷ এর মাঝেই পাক ক্রিকেটারের ছবি না সরালে শনিবার ইডেনের সামনে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ শনিবার দুপুর একটার সময় বাবুঘাট থেকে ইডেন পর্যন্ত যুব মোর্চার মিছিলে হাঁটবেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জী৷

সম্পর্কিত খবর

    ইডেন থেকে ইমরান খানের ছবি না সরানো হলে ভবিষ্যতে যুব মোর্চা ধরনায় বসবে বলে হুঁশিয়ারি দেন দিলীপ৷ এদিন একাধিক ইস্যু নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি৷ সেখানেই তিনি পুলওয়ামা হামলার পর ইডেন থেকে পাক ক্রিকেটারদের ছবি সরানোর দাবি জানিয়েছেন৷ সেই সঙ্গে তিনি বলেন প্রতিবেশী দেশ যখন হামলায় মদত দিচ্ছে, তখন সেই দেশের ক্রিকেটাররা কখনই আইডল হতে পারে না৷ স্বভাবই শুক্রবারের এই হুমকির পর ইডেনে পাক ক্রিকেটারদের ছবি সরানো নিয়ে সিএবি’র উপর চাপ বাড়ল বলা চলে৷ ইতিমধ্যেই ইডেনের বাইরে পুলিশি নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close