• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ম্যারাডোনার হ্যান্ড অব গডে'র স্মৃতি ফিরিয়ে আনলেন এমবাপে (ভিডিও)

প্রকাশ:  ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৪
স্পোর্টস ডেস্ক

বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ফ্রান্সের কিলিয়ান এমবাপে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সেরা উদীয়মান তারকার পুরস্কার পান তিনি। কিন্ত সম্প্রতি সে ঘটিয়েছেন এক অনাকাঙ্খিত ঘটনা। মাথার বদলে হাত দিয়ে গোল করেন। ফিরিয়ে আনলেন ১৯৮৬ সালে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গডে'র স্মৃতি।

শনিবার(২৩ফেব্রুয়ারি) ঘরের মাঠে নিমসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধের শেষদিকে অতিরিক্ত সময়ে কর্ণার কিক থেকে থিয়াগো সিলভার হেড করা বল চলে আসে এমবাপের সামনে।

সম্পর্কিত খবর

    বলটা এমবাপের নাগালের বাইরে ছিল। তাই সে মাথার বদলে বাঁহাত দিয়ে বল জালে জড়ান। স্পষ্ট বোঝা গেলেও এমবাপে গোলের উদযাপন করেন। সঙ্গে সঙ্গে নিমসের ফুটবলাররা আপিল করেন।

    ম্যাচ রেফারি সহায়তা নেন ভিডিও এসিস্ট্যান্ট রেফারির। রিপ্লে দেখে পরিষ্কার হয়ে যায় মাথা দিয়ে নয় বরং হাত দিয়ে গোল করেছেন এমবাপে।এ অপরাধের জন্য এমবাপেকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলকে ৩-০ গোলের বিশাল জয় এনে দেন এমবাপে।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close