• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শিরোপার ‌‘শতক’ পূরণ ফেদেরার

প্রকাশ:  ০৩ মার্চ ২০১৯, ১৬:১৯
স্পোর্টস ডেস্ক

রজার ফেদেরার, টেনিস ইতিহাসে একাধিক অধ্যায় লিখেছেন তিনি। শনিবার (২ মার্চ) দুবাইয়ে আর এবার লেখালেন ক্যারিয়ারের ১০০তম শিরোপা জিতে। তাও এমন এক প্রতিপক্ষের বিরুদ্ধে, যার কাছে মাস দু’য়েক আগেই হেরে গিয়েছিলেন অস্ট্রেলীয় ওপেনে।

পুরুষ এককের ফাইনালি লড়াইয়ে ফেদেরারের কাছে পাত্তাই পাননি গ্রিসের উঠতি তারকা স্টেফানোস চিচিপাস।৬-৪, ৬-৪ গেমে পরাজয় বরণ করেন তিনি। সঙ্গে সঙ্গে ১০০টি শিরোপা জয়ের উদযাপনে মাতেন সুইস তারকা। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি প্রথম শিরোপা জেতেন ২০০১ সালে। এর মাঝে রেকর্ড ২০ বার গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন টেনিস সম্রাট।

পুরুষ এককের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০ শিরোপা জয়ের মাইলফলক স্পর্শ করলেন ফেদেরার। রেকর্ড ১০৯টি শিরোপা জিতে শীর্ষে যুক্তরাষ্ট্রের জিমি কনর্স। আর টেনিস ইতিহাসে রেকর্ড ১৬৭টি শিরোপা জিতে সবার ওপরে মার্তিনা নাভ্রাতিলোভা।

স্বপ্নের এই পথচলায় অসাধারণ মাইলফলক ছোঁয়ায় উচ্ছ্বসিত ফেদেরার। ৩৭ বছর বয়সী টেনিস মহাতারকা বলেন, ১০০তম শিরোপা জেতাটা আমার কাছে একেবারে স্বপ্নের মতো। দেখা যাক আরও কত দিন খেলাটা চালিয়ে যেতে পারি। এখন এমন একটা সময় প্রত্যেকটা রেকর্ডই ভাঙতে পারে। শুধু আমার রেকর্ড নয়। এজন্য আমি খুশি যে, এখনও ফিটনেস ধরে রেখে খেলে যেতে পারছি।

/অ-ভি

রজার ফেদেরার,টেনিস,ইতিহাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close