• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বনভোজনে ক্রিকেট ম্যাচ

নায়কদের বিপক্ষে পরিচালকদের শ্বাসরুদ্ধকর জয়

প্রকাশ:  ০৮ মার্চ ২০১৯, ১৮:৩৩
বিনোদন ডেস্ক

তুরাগ নদীর তীর ঘেষা রিসোর্টে উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক বনভোজন। বনভোজনে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচে পরিচালকরা ৬ রানে জয় লাভ করেছে নায়কদের বিপক্ষে।

টচে জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে পরিচালক সমিতি সংগ্রহ করে ৭৭ রান। ১০ ওভারে নায়কদের ৭৮ রানের টার্গেট দেয় পরিচালক দল।

কিন্তু নির্দিষ্ট ওভারে ৭২ রানে থেমে যায় নায়ক বাহিনী। ৯ উইকেট হারিয়ে শেষ বলে ৬ রান প্রয়োজন থাকলে ব্যাট হাতে রানটি করতে ব্যর্থ হন জায়েদ খান। ৬ রানে জয় পান নির্মাতারা।

পরিচালক সমিতির বার্ষিক বনভোজন উপলক্ষ্যে বাংলাদেশ পরিচালক সমিতির বনাম চলচ্চিত্র শিল্পী সমিতির লড়াই ছিলো বেশ উপভোগ্য।

টানটান উত্তেজনাপূর্ণ এই প্রীতিম্যাচে শিল্পী সমিতির পক্ষ থেকে মিশা সওদাগর (অধিনায়ক), সাইমন সাদিক, জায়েদ খান, আলেকজান্ডার বো'সহ মোট ১০ জনকে নিয়ে তৈরি করা হয় দল। আর পরিচালক সমিতির দলে ছিলেন রিয়াজুল রিজু, অপূর্ব, সাইফ চন্দন, সাজ্জাদ খান, ইয়াসির আরাফাত জুয়েল’র (অধিনায়ক) মতো নির্মাতা।

নবীন-প্রবীণ নির্মাদের অংশগ্রহণে উৎসমুখর ভাবেই হচ্ছে চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক বনভোজন। পরিচালক সমিতির ৩৬১ জন সদস্য তাদের পরিবার নিয়ে এতে অংশ নেন। পাশাপাশি অভিনেতা, অভিনেত্রী, চিত্রগ্রাহক, সহকারী পরিচালকসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে উপস্থিত হয়েছেন।

পিবিড/ ইকা

ক্রিকেট,বনভোজন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close