• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পাঁচটা কারণে ধোনির একাদশে থাকা উচিত

প্রকাশ:  ১২ মার্চ ২০১৯, ১৬:০৩
স্পোর্টস ডেস্ক

ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ একদিনের ম্যাচে বিশাল ৩৫৮ রান তাড়া করে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া ৷ এই ম্যাচের আগে থেকেই টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছিল শেষ দুটি একদিনের ম্যাচে খেলবেন না মহেন্দ্র সিং ধোনি ৷ কিন্তু চতুর্থ ম্যাচে ঋষভ পন্থের পারফরম্যান্সের পর উঠে গেছে অনেক প্রশ্ন ৷ ওয়াকিবহাল মহল চাইছে ধোনি যেন প্রথম একাদশেই থাকেন বিশ্বকাপের কথা মাথায় রেখে ৷

সম্পর্কিত খবর

    ধোনিকে দলে রাখার বেশ কযেকটা কারণ বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ ধোনির প্রথম কাজের জায়গা তার দারুণ উইকেটকিপিং৷ ৩৭'র ধোনি এখনও যেভাবে উইকেটরক্ষকের কাজে ক্ষিপ্রতা দেখান তা নিয়ে কোনও প্রশ্ন তোলাই যায় না ৷ আর বিপক্ষের ক্রিকেটারও সেটা জানেন তাই তিনি পিছনে থাকলে সমীহ করে প্রতিপক্ষও ৷

    ধোনির অভিজ্ঞতাও দলের জন্য বাড়তি সুবিধা ৷ বিরাট কোহলি দলের দায়িত্বে থাকলেও যখন চাপের পরিস্থিতি হয় এখনও ধোনি তাদের গাইড করেন ৷

    ব্যাটসম্যান হিসেবে ধোনি হয়ত আগের থেকে শ্লথ হয়েছেন কিন্তু তাও দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিনি৷ এখনও ফিনিশার হিসেবে তার নজির মেলা ভার ৷ এখনও ধোনির ছয় মারার ক্ষমতা প্রশ্নের উর্ধ্বে ৷

    বিরাট কোহলির বড় সাপোর্ট সিস্টেম তিনি আরও একটা হিসেবে৷ সেটা হল ডিআরএস স্পেশালিস্ট৷ কারণ ধোনি যদি রিভিউ নিতে বলেন তাহলে কাউকে আর দ্বিতীয়বার ভাবতে হবে না৷ তিনি এই সিদ্ধান্তে এতটাই পারফেক্ট ডিশিসান রিভিউ সিস্টেমকে ধোনি রিভিউ সিস্টেমও বলা হয়৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close