• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

জিদানকে সেতু করে দুই তারকার দিকে টার্গেট রিয়ালের

প্রকাশ:  ১৩ মার্চ ২০১৯, ১১:৫৩
স্পোর্টস ডেস্ক

গুরু জিদান ফিরলেন৷ এবার জিজুর হাত ধরেই কি নেইমার-এমবাপে রিয়ালে? মাদ্রিদ সুপারজায়েন্ট ফ্যানেদের হৃদয়ে এই প্রশ্নই এখন দরজা ধাক্কাচ্ছে৷

রোনালদো-জিজুর ছেড়ে যাওয়া ড্রেসিংরুমে গত দশ মাসে তারকা থাকলেও গোল করার লোকের অভাব রয়েছে৷ সেকারণেই চলতি মৌসুমে রিয়ালের ট্রফি কেবিনেটের ভাঁড়ার এখন প্রায় শূন্য৷ অবস্থা এতটাই করুণ যে এক সপ্তাহের ব্যবধানে কোপা দেল রে, লা-লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ- তিন টুর্নামেন্ট থেকে তাড়াতাড়ি গুটোতে হয়েছে তাদের৷ সেই ছবি বদলে ফেলতেই সোমবার জিদানকে কোচের হটসিটে ফিরিয়েছে রিয়াল৷ তাঁর হাত ধরেই এবার ঘর সাজাতে নেমে পড়তে চায় মাদ্রিদের ক্লাব৷

সম্পর্কিত খবর

    রিয়ালের পছন্দের তালিকায় পয়লা নম্বরে রয়েছেন পিএসজি’র তারকা নেইমার৷ ব্রাজিলিয়ানকে দলে নিতে ইতিমধ্যেই ৩৫০ মিলিয়ন ইউরো খরচ করতে চান রিয়াল প্রেসিডেন্ট৷ ফুটবল বিশ্বে অবশ্য না আঁচালে কোন সম্ভবনাতেই বিশ্বাস নেই! রিয়ালের ভবিষ্যত তৈরি করতেই নেইমারের সঙ্গে আরও এক তারকাকে টার্গেটে রেখেছে মাদ্রিদের ক্লাব৷ লিস্টে দু’নম্বরে নাম তরুণ বিশ্বকাপার কিলিয়ান এমবাপের৷

    ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারী ছিলেন ২০ বছর বয়সের এই স্ট্রাইকার৷ ক্লাব ফুটবলে পিএসজিতে খেলেন৷ নেইমার আসলে সেই সূত্র ধরেই এমবাপেকে দলে টানতে ঝাঁপাতে পারে রিয়াল৷ কোচ হওয়ার পর রিয়ালের ইচ্ছাকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে খোদ জিদান৷ সেক্ষেত্রে এমবাপের দেশের পূর্বসূরি বিশ্বকাপার জিদানকে সেতু করে সমঝোতায় আসতে পারে স্প্যানিশ ক্লাব৷

    ক্লাব প্রেডিসেন্ট স্বয়ং সেই জল্পনা আরও উস্কে দিয়েছেন৷ সোমবারই জিদানের হাতে নতুন করে রিয়াল দলের চাবি তুলে দিয়ে সাংবাদিকদের প্রশ্নে ধোঁয়াশা তৈরি করে দিয়েছেন তিনি৷ স্পষ্ট করে না বললেও এমবাপেকে রিয়ালে আনার ক্ষেত্রে জিদান সেতু হতেই পারেন বলে উল্লেখ করেছেন রিয়াল প্রেডিসেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ৷ জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close