• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

আজীবন নির্বাসন থেকে মুক্তি পেলেন শ্রীসান্থ

প্রকাশ:  ১৫ মার্চ ২০১৯, ১৩:১০
স্পোর্টস ডেস্ক

দীর্ঘদিন ধরে আইনী লড়াই চালিয়ে আসছেন৷ অবশেষে সাময়িক স্বস্তি তারকা ক্রিকেটার এস শ্রীসান্থের৷ আইপিএলে স্পট ফিক্সিং কান্ডে জড়িত থাকার অপরাধে ২০১৩ সালে বিসিসিআই আজীবন নির্বাসনে পাঠিয়েছিল সান্তাকুমারন শ্রীসান্থকে৷ শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাসন উঠে গেল দু’টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যের উপর থেকে৷

আজীবন নির্বাসনের আওতা থেকে মুক্তি দেওয়া হলেও শীর্ষ আদালত শ্রীসান্থকে নির্দোষ বলে ঘোষণা করেনি৷ আদালতের তরফে বিসিসিআইয়ের শৃঙ্খলারক্ষা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে রায় ঘোষণার দিন থেকে তিন মাসের মধ্যে শ্রীসান্থের শাস্তির মেয়াদ পুনর্বিবেচনা করার৷

সম্পর্কিত খবর

    গত বছর অগস্টে এক সদস্যের বেঞ্চ শ্রীসান্থের উপর থেকে নির্বাসন তুলেদিয়েছিল৷ পরে কেরলা হাইকোর্টে রায় পুনর্বিবেচনা করে নির্বাসন বহাল রাখে৷ শ্রীসান্থ শীর্ষ আদালতে সেই রায়ের বিপক্ষে আবেদন জানালে বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি কেএম জোসেফের ডিভিশনাল বেঞ্চ তারকা ক্রিকেটারের অনুকূলে রায় দান করে৷

    এর আগে ২০১৫ সালে পাতিয়ালা হাউস কোর্ট শ্রীসান্থসহ স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত ৩৬ জনকেই মুক্তি দিয়েছিল৷ যার বিরোধিতায় দিল্লি পুলিশ উচ্চ আদালতের দ্বারস্ত হয়৷ যদিও এই রায় শ্রীসান্থের বিরুদ্ধে চলা ফৌজদারি মামলায় কোনও প্রভাব ফেলবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত৷

    শ্রীসান্থের হয়ে সওয়ালে সিনিয়র আইনজীবী সলমন খুরশিদ আদালতে জানান, ২০০০ সালের ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িত থাকা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের আজীবন নির্বাসন যদি রদ হতে পারে, তবে শ্রীসান্থের ক্ষেত্রে তেমনটা হবে না কেন৷ শ্রীসন্থ নিজে এই মর্মে আবেদন জানিয়েছিলেন যে, তার আন্তর্জাতিক ক্যারিয়ার কার্যত শেষ৷ তাই তাকে অন্তত ক্লাব ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হোক৷

    শীর্ষ আদালতের রায়ে স্বস্তি মেলায় শ্রীসান্থ দ্রুত মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দেবেন বলে জানিয়েছেন৷ এই মুহূর্তে দেশের মাটিতে ক্রিকেট খেলার কোনও সম্ভাবনা না থাকলেও স্কটল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলার প্রস্তাব রয়েছে তার কাছে৷ সেখানে পারফরম্যান্স করে কেরলের রঞ্জি দলে ফিরতে চান শ্রীসান্থ৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close