• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আরও একটু ভালো হতে পারতো: রজার ফেদেরার

প্রকাশ:  ২০ মার্চ ২০১৯, ০০:৩১ | আপডেট : ২০ মার্চ ২০১৯, ০০:৪৩
স্পোর্টস ডেস্ক

এবার ইন্ডিয়ান ওয়েলস জিততে পারলে রেকর্ড করতে পারতেন তিনি। কিন্তু তা সম্ভব হয়নি সুইস তারকার। ডমিনিক থিয়েমের কাছে হেরে পাঁচটি ইন্ডিয়ান ওয়েলস ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে রজার ফেদেরার আবার ফেরার ইঙ্গিত দিয়ে গিয়েছেন।

খালি হাতে ফেরা রজার ফেদেররার বলেন, হতাশাজনক কিছুটা দুঃখেরও।

সম্পর্কিত খবর

    রোববার অস্ট্রিয়ান ডমিনিক থিমের কাছে ৩-৬, ৬-৩, ৭-৫-এ হারতে হয় রজার ফেদেরারকে। ২৫ বছরের ডমিনিক থিম রেকর্ড করতে দেননি রজার ফেদেরারকে। তার সঙ্গে কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিং চারে উঠে এসেছেন তিনি। যার ফলে পাঁচে নেমে গিয়েছেন ফেদেরার।

    দুবাইয়ে সদ্য ১০০ গ্র্যান্ডস্লামের মালিক হওয়া ফেডেরার মতে, যখন যোগ্য কারও কাছে হারতে হয় তখন সেটা মেনে নেওয়া যায়। তিনি বলেন, এখানে কোনও নাটকীয়তা ছিল না। আর একটু ভালো হতে পারতো। যখন তুমি খারাপ থাক আর পরিস্থিতি কঠিন হয়ে যায় তখন বেশি কষ্ট দেয়।

    এর সঙ্গেই তিনি জুড়ে দেন, আমি মিয়ামি যাচ্ছি। শরীর একদম ঠিক আছে। এটাই আমাকে সব সময় এগিয়ে রাখে। যখন একটা টুর্নামেন্টে শেষ করার পর এমন অনুভূতি হয় তখন সেটা বাড়তি পাওনা।

    গত তিন সপ্তাহ ধরে টানা খেলছেন তিনি। এই বয়সেও তার মধ্যেই ফাইনালে পৌঁছেছিলেন। যদিও সেমিফাইনালে রাফায়েল নাদাল নাম তুলে নেওয়ায় তাকে খেলতে হয়নি। বলেন, গত তিন সপ্তাহ ধরে প্রতিদিন খেলেছি। আর এই সত্যিটায় আমি গর্বিত।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close