• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away
Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away
Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away

ক্রিকেট মাঠে ফিরল ব্রেন ফেডের ঘটনা (ভিডিও)

প্রকাশ:  ২৩ মার্চ ২০১৯, ১০:৪২
স্পোর্টস ডেস্ক

ক্রিকেট মাঠে ‘ব্রেন ফেড’ মুহূর্তের প্রসঙ্গ উঠলে প্রথমেই স্টিভ স্মিথের কথা স্মরণে আসে৷ ভারতের বিরুদ্ধে ডিআরএস ব্যবহারের সময় ড্রেসিংরুমের দিকে তাকিয়ে কী করবেন জানতে চেয়েছিলেন স্মিথ৷ পরে ঘটনাটি স্মিথের ব্রেন ফেড মুহূর্ত বলে বর্ণনা করেছিল অজি টিম ম্যানেজমেন্ট৷

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সম্পর্কিত খবর

    স্মিথের ব্রেন ফেড নিয়ে সেই সময় বিতর্ক তৈরি হলেও ক্রিকেট মাঠে সাময়িক ব্রেন ফেডের ঘটনা আরও রয়েছে৷ কাকতালীয়ভাবে বেশিরভাগ ঘটনাই অজি ক্রিকেটের সঙ্গে জড়িয়ে৷ শেফিল্ড শিল্ডে তেমনই একটি ব্রেন ফেড মুহূর্ত ফিরিয়ে আনলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন৷

    নিউ সাউথওয়েলসের বিরুদ্ধে তাসমানিয়ার হয়ে ব্যাট করতে নেমে শ্যাডো করার সময় পেইন বুঝতে পারেন যে, একটি গ্লাভস না পরেই মাঠে চলে এসেছেন৷ পরে ড্রেসিংরুমের দিকে ফিরে যান তিনি৷ বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে সতীর্থদের থেকে গ্লাভস চেয়ে নেন পেইন৷ ড্রেসিংরুম থেকে কেউ একজন ডানহাতের গ্লাভসটি ছুঁড়ে দেন৷ সেটি নিয়ে পুনরায় ক্রিজের দিকে হাঁটা লাগান পেইন৷ ঘটনাটির ভিডিও ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অফিসিয়াল টুইটার পেজে মজা করে পোস্ট করে৷

    শেফিল্ড শিল্ডে এমন ঘটনা আরও দু’বার ঘটেছে৷ দু’বারই এমনটা ঘটিয়েছেন ফাওয়াদ আহমেদ৷ ২০১৭ মার্চে ভিক্টোরিয়া বনাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ম্যাচে ব্যাট না নিয়েই মাঠে ব্যাট করতে নেমেছিলেন তিনি৷ সেবছরই অক্টোবরে দু’টি ডানহাতের গ্লাভস নিয়েই ব্যাট করতে যাচ্ছিলেন ফাওয়াদ৷ গ্লাভস পরার সময় তিনি নিজের ভুল উপলব্ধি করেন৷ দু’টি ক্ষেত্রেই ড্রেসিংরুমে ফিরে গিয়ে ভুল শোধরাতে হয় তাকে৷

    /এস কে

    Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away
    close
    Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away