• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

একনজরে আইপিএলে কেকেআর আর হায়দরাবাদের ব্যাটিং পরিসংখ্যান

প্রকাশ:  ২৪ মার্চ ২০১৯, ১৬:০৪
স্পোর্টস ডেস্ক

মুহূর্তের অপেক্ষা৷ তারপরই ইডেনে দ্বাদশ আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কেকেআর সানরাইজার্স হায়দরাবাদ৷ মাঠে বল গড়ানোর আগে গুরুত্বপূর্ণ কিছু ব্যাটিং পরিসংখ্যান একনজরে ব্যাটিং পারফরম্যান্স-

১)ইডেনে নাইট বনাম সানরাইজার্স ম্যাচে সর্বোচ্চ স্কোর- ২০১৩ সালে ইডেনে সানরাইজার্সের বিরুদ্ধে ১৮০/৪ রান তুলেছিল কেকেআর৷ সেটাই ইডেনে নাইট বনাম সানরাইজার্স ম্যাচগুলির মধ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ স্কোর ।

সম্পর্কিত খবর

    ২)ইডেনে নাইট বনাম সানরাইজার্স ম্যাচে সর্বোনিম্ন স্কোর– ২০১৫ সালে নাইটদের বোলিংয়ের সামনে ১৩২ রানে গুটিয়ে যায় সানরাইজার্স৷ সেটাই ইডেনে নাইট বনাম সানরাইজার্স ম্যাচেগুলির মধ্যে এখনও পর্যন্ত সর্বনিম্ন স্কোর

    ৩) সানরাইজার্স-কেকেআর ম্যাচে, ইডেনে সর্বাধিক রান হাঁকিয়েছেন ইউসূফ পাঠান৷ ইডেনে কেকেআরের জার্সিতে ১৭৮ রান ও সানরাইজার্সের হয়ে ২০ রান হাঁকিয়েছেন ইউসূফ৷

    ৪)ইডেন এখনও পর্যন্ত হওয়া সানরাইজার্স-কেকেআর ম্যাচে সর্বোচ্চ ৭২ রান হাঁকানোর নজিরও ইউসূফের দখলে৷ ২০১৪ সালে কেকেআরের জার্সিতে এই রান হাঁকিয়েছেন ডান হাতি ধুঁয়াধার ব্যাটসম্যান৷

    ৫) এখনও পর্যন্ত ইডেনে হওয়া সানরাইজার্স-কেকেআর ম্যাচে ৬টি হাফসেঞ্চুরি হয়েছে৷ যার মধ্যে কেকেআরের জার্সিতে দুটি অর্ধশতরান হাঁকিয়েছেন ইউসূফ৷

    ৬) ইডেনে দুই প্রতিদ্বন্দ্বী ফ্র্যাঞ্চাইজির মধ্যে ছক্কা হাঁকানোর পরিসংখ্যানে এগিয়ে ইউসূফ পাঠান৷ ইডেনে এখনও পর্যন্ত ১১টি ছক্কা হাঁকিয়েছেন পাঠান৷ যার মধ্যে কেকেআর জার্সিতে ১০টি ও সানরাইজার্সের জার্সিতে ১টি ছক্কা হাঁকিয়েছেন পাঠান৷

    উল্লেখ্য ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কেকেআরের জার্সিতে খেলার পর ২০১৮ সাল থেকে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন ভারতীয় ক্রিকেটের সিনিয়র পাঠান৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close