• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

হাইভোল্টেজ ম্যাচে নেদারল্যান্ডসকে হারাল জার্মানি

প্রকাশ:  ২৫ মার্চ ২০১৯, ১১:২২
স্পোর্টস ডেস্ক

ইউরো ২০২০ এর বাছাইপর্বে আমস্টারডামে ইয়োহান ক্রুইফ অ্যারেনায় রোববার (২৪ মার্চ) রাতে ‘সি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল করে দলের জয় নিশ্চিত করেন জার্মান মিডফিল্ডার নিকো শুলজ।

ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরা জার্মানি পঞ্চদশ মিনিটে এগিয়ে যায়। রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুসের পাস পেয়ে দ্রুত ছুটে ডি-বক্সে বল বাড়ান মিডফিল্ডার শুলজ। ডি-বক্সে স্বাগতিকদের তরুণ প্রতিভাবান ডিফেন্ডার ডি লিখট পড়ে গেলে বল ধরে একটু এগিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সানে।

সম্পর্কিত খবর

    ১-০ গোলের লিড নিয়ে ম্যাচের ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিনাব্রি। আন্টোনিও রডি রুডিগারের পাস ডি-বক্সে পেয়ে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে কাটিয়ে কোনাকুনি উঁচু শটে জাল খুঁজে নেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার জিনাব্রি।

    বিরতির পর ৪৮তম মিনিটে বাঁ দিক থেকে মেমফিস ডিপাইয়ের ক্রসে হেডে ব্যবধান কমান ডি লিখট। ৬৩তম মিনিটে নিজেদের ডি-বক্সে জার্মানির খেলোয়াড়রা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে নিচু শটে সমতা টানেন ডিপাই। এরপর ম্যাচে বাড়ে উত্তেজনে। সেই রেশটা আরও বাড়ে ম্যাচের ৮৫তম মিনিটে। কেননা ঐ সময় জিনাব্রির শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক ইয়াসপের সিলেসেন। তবে চার মিনিট পর আর পারেননি তিনি। মার্কো রয়েসের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় পেয়ে প্লেসিং শটে অসাধারণ এক জয় নিশ্চিত করেন শুলজ।

    ‘সি’গ্রুপের অন্য ম্যাচে বেলারুশকে ২-১ গোলে হারানো নর্দার্ন আয়ারল্যান্ড দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট ৩। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে আছে এক ম্যাচ খেলা জার্মানি।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close