• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

নেদারল্যান্ডের সাথে জার্মানির নাটকীয় জয়

প্রকাশ:  ২৬ মার্চ ২০১৯, ১০:০৭
স্পোর্টস ডেস্ক

ইউরো কাপ ২০২০-র কোয়ালিই পর্বের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জয় পেল জার্মানি৷ ম্যানুয়াল ন্যুয়েররা ম্যাচে জয় পায় ৩-২ ব্যবধানে৷ অন্য ম্যাচে সাইপ্রাসকে ২-০ গোলে হারায় বেলজিয়াম,লাটভিয়াকে একই ব্যবধানে হারিয়েছে পোল্যান্ড৷ রাশিয়া বিশ্বকাপের রানার্স আপ দল ক্রোয়েশিয়াকে অবশ্য ইউরোর যোগ্যতা অর্জন পর্বের শুরুর ম্যাচেই হোঁচট খেতে হল৷ ক্রোটদের হারিয়ে চমক দিল হাঙ্গেরি৷ মধ্য ইউরোপের এই দেশ ক্রোয়েশিয়াকে হারালো ২-১ ব্যবধানে৷

এর আগে নেসশন লিগের দুই ম্যাচেই ডাচদের কাছে আটকে গিয়েছিল জার্মানি৷ এবার ইউরো কাপের বাছাই পর্বের ম্যাচে নেদারল্যান্ডকে হারিয়ে তারই যেন বদলা নিল ন্যুয়েররা৷ ম্যাচের প্রথম ১৫ মিনিটেই নিকোর মাপা সেন্টার থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেরয় সানে৷

সম্পর্কিত খবর

    ৩৪ মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে কামানদাগা শটে বাঁ-পোস্টের কর্ণারে বল রাখেন সার্জ জিনার্বির৷ তার গোলেই প্রথমার্ধেই ব্যবধান ২-০ করে জার্মানি৷ ঘরের মাঠে এরপর মিনিট পনেরোর ব্যবধানেই জোড়া গোলে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচে ফেরে নেদারল্যান্ড৷ ডাচদের হয়ে ৪৮ ও ৬৩ মিনিটে যথাক্রমে গোল মাত্থিজস ও মেমফিসের৷ সবাই যখন ধরে নিয়েছে আরও একবার নেদারল্যান্ডের কাছে জার্মানির আটকে যাওয়া নিশ্চিত, তখনই শেষ মুহূর্তে( ৯০মি) জামার্নির হয়ে জয়সূচক গোলটি করেন নিকো শুলজ৷ নেদারল্যান্ডের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় তুলে নেয় জার্মানব্রিগেড৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close