• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা বুলবুলের নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রকাশ:  ২৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৮ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৪০
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

একাদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে স্বতন্ত্র (জামায়াত) প্রার্থী নূরুল ইসলাম বুববুল তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (২৭’ডিসেম্বর) দুপুরে শহরের পাইকড়তলা এলাকার একটি বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

আপেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতাকারী জামায়াত ঢাকা মহানগর দক্ষিনের আমীর, কেন্দীয় নির্বাহী পরিষদ সদস্য ও দেশে ছাত্র শিবিরের সাবেক এই শীর্ষ নেতা ইশতেহারে আধুনিক, উন্নত, সমৃদ্ধ,প্রশান্তির নীড় ও স্মার্ট সিটি হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি উন্নয়নের সুনির্দিষ্ট কিছু বিষয় ইশতেহারে উল্লেখ করেন।

সম্পর্কিত খবর

    বুববুল বলেন, দূর্নীতি দূর করা হবে। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি নয় বরং দল, মত, ধর্ম, জাতিগত বিভেদ নির্বিশেষে পস্পারিক সম্প্রীতি ও ঐক্যর ভিত্তিতে কাজ করা হবে। তিনি বলেন মাদক, নিয়োগ বানিজ্য, অবৈধ দখলদারিত্ব, অনিয়ম ও দু:শাসনমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে কার্য়করী পদক্ষেপ নেয়া হবে।

    সংবাদ সম্মেলনে জামায়াত নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, পৌর ভারপ্রাপ্ত সেক্রেটারী শফিক এনায়েতুল্লাহ,জামায়াত নেতা গোলাম কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close