• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

জয় পেলেন বাবা-ছেলে

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:২৪
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছেন বাবা শেখ হেলাল ও ছেলে শেখ সারহান নাসের তন্ময়। রোববার (৩০ ডিসেম্বর) রিটার্নিং অফিস সূত্রে বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী নিশ্চিত হওয়া গেছে।

শেখ হেলাল নির্বাচিত হয়েছেন বাগেরহাট-১ আসনে। আর তার ছেলে শেখ সারহান নাসের তন্ময় নির্বাচিত হয়েছেন বাগেরহাট-২ আসনে।

বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৫২ হাজার ৬৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ হেলাল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইঞ্জি. শেখ মাসুদ রানা পেয়েছেন ১১ হাজার ৪৮৫ ভোট।

অন্যদিকে বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ২১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন তরুণ প্রার্থী শেখ তন্ময়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমএ সালাম পেয়েছেন ৪ হাজার ৫৯৭ ভোট।

পিবিডি/পি.এস

বাবা,ছেলে,তন্ময়,শেখ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close