• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ধামরাই উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে

প্রকাশ:  ৩১ মার্চ ২০১৯, ২১:৫১
ধামরাই প্রতিনিধি

ধামরাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী যুবলীগের সভাপতি মোহাদ্দেছ হোসেন আনারস প্রতীকে ৪০৫৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের নৌকা প্রতিকে ৩৯০০১ ভোট পেয়েছেন। রবিবার রাতে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ১৪৮ টি কেন্দ্রের মধ্যে ১৪৭টি কেন্দ্রের এ ফলাফল ঘোষনা করেন।এবং কান্দা পটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল স্থগিত রাখেন।

রবিবার দুপুরে ধামরাইয়ে কান্দাপটল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে অনিয়ম ও জাল ভোট দেওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার আবুল বাশার বাদশাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ওই কেন্দ্রটির ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। কান্দাপটল কেন্দ্রে ১ হাজার ৮শ ৯১ জন ভোটার রয়েছে।

এছাড়াও নির্বাহী কর্মকর্তার ফলাফল অনুযায়ী আনারস প্রতীকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এখন পর্যন্ত ১৫৬৫ ভোটে এগিয়ে রয়েছেন।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ্যাড. সোহানা জেসমিন মুক্তা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন।

এ উপজেলায় ১৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১২ হাজার ৪১৮ ভোট ও ১৪৮টি কেন্দ্র রয়েছে।

পিবিডি/এআইএস

ধামরাই

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close